আলোর উৎসব দরজায় কড়া নাড়ছে। আর মাত্র একটা দিনের অপেক্ষা। চারꦯিদিকে এখন সাজো সাজো রব। প্রদীপ, মোমবাতি, টুনি বাল্বের আলো ছাড়াও এখনই টুকটাক বাজি ফাটার আওয়াজ আসছে। আর প্রতি বছর এই সময় অনেকেই নিছক মজা♔ করতে অবলা প্রাণী যেমন কুকুর বিড়ালের গায়ে বাজি ফাটান। এতে আহত হয় তারা। এবার যাতে আর তেমন কোনও ঘটনা না ঘটে, ঘটলেও যেন সেই পশুগুলো দ্রুত চিকিৎসা পায় সেটার ব্যবস্থা করলেন সমাজসেবী দময়ন্তী সেন।
কী জানালেন দময়ন্তী সেন?
এদি𝓡ন তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে জানান কালীপুজোর সময় কোথাও বাজি ফেটে কোনও কুকুর আহত হলে, চিকিৎসা প্রয়োজন হলে যেন তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। সেই পোস্টে তিনি লেখেন, 'বাজির কারণে এই কদিন কোনও কুকুরের কোথাও চিকিৎসার দরকার পড়লে আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করো।'
কেবল এই পোস্ট নয়। তিনি এর সঙ্গে ♌তাঁর ফোন নম্বরও দিয়ে দেন। জানান তাঁর সঙ্গে যোগাযোগ করতে হলে যেন 9831452449 -এই নম্বরে যোগাযোগ করা হয়।
কে কী বলছেন?
এক ব্যক্তি এই পোস্টে লেখেন, 'যে এই ভালো কাজটি করছে তার মঙ্গল কামনা করি।' অনেকেই জানিয়েছেন এই সাধু উদ্যোগের কথা সবার মধ্যে ছড়িয়ে দিতে তাঁরা সেই পোস্ট শেয়ার করছেন। তবে এক ব্যক্তি এমন পোস্টে হাসির রিঅ্যাক্ট করায় তাঁকে 💝এক ব্যক্তি কটাক্ষ করে লেখেন, 'একজন দেখছি খুব হাসছেন, ওঁকে ব্রেইনোলিয়া প্রেসক্রাইব করা হোক। সৎ উদ্দেশ্য নিয়ে কেউ কিছু করতে চাইলে উৎসাহ না দিতে পারলে অন্তত উপহাস করা উচিত নয়।'
আরও পড়ুন: 'আপনার অশৌচ চলছিল না?' দুর্গাপুজোয় দেখা মেলেনি ত🌠াঁর, কালীপুজোর উদ্বোধনে যেতেই বিদ্রুপের শিকার সোহিনী!