সৃজিত মুখোপাধ্যায়ের জন্মদিনে সকাল থেকেই শুভেচ্ছার ঢল টলিউডে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছিলেন দেব। তবে দেখা গেল, টেক্কার প্রোমোশনের ফাঁকে পরিচালককে পাশে পেয়ে, জন্মদিনটা বিশেষ করে তোলꦑার সুযোগ ছাড়েলে👍ন না তিনি।
এবারের জন্মদিনটা কাজের মাধ্যমেই কাট💝াচ্ছেন সৃজিত। কারণ হাতে গোনা কয়েকদিন পরেই মুক্তি পাচ্ছে টেক্কা। জন্মদিনে খয়েরি টি-শার্টে দেখা গেল পদাতিক পরিচালককে। প্রথমেই জড়িয়ে ধরে উষ্ণ অভ্যর্থনা এল স্বস্তিকার কাছ থেকে। অবশ্য তার আগেই মাইক্রোফোন হাতে নিয়ে দেব গাইতে লেগেছিলেন হ্যাপি বার্থ ডে। তিনিও তারপর জড়িয়ে ধরে সৃজিতকে। ছিলেন আরিয়ান ও সৃজাও। তাঁরাও জানান শুভেচ্ছা। তবে দেখা গেল না রুক্মিণীকে।
এক নেটনাগরিক পাপারাজ্জি দ্বারা সোশ্যাল 🍸মিডিয়ায় শেয়ার হওয়া এই ভিডিয়োতে মন্তব্য করেছেন, ‘স্বস্তিকাকে তো চেনাই যাচ্ছে না’! সত্যিই তাই, কালো কো-অর্ড পরেছিলেন তিনি। চুল খোলা, তাতে স্ট্রেটনিং করা। দেখে বোঝা যায়, বয়স চল্লিশের কোঠা পেরিয়েছে।
আরও পড়ুন: শুধু জাওয়ানকে টেক্কা দিল না🐭, প্রথম হিন্দি ছবি হিসেবে ৬০০কোটি পার করল স্ত্রী ২
ইতিমধ্যেই সামনে এসেছে টেক্কার টিজার। যেখানে দেখা যায়, ডেবের চরিত্র অপহরণ করে এক স্কুল ছাত্রীর। ঘুন ধরা সিস্টেমের প্রতিবাদেই খুব সম্ভবত এই অপহরণ। খুব ছাপোষা চেহারাতেই দেখা যায় দেবকে। 𝄹তবে অস্থির। আর মেয়েটিকে বাঁচানোর দায়িত্ব আসে রুক্মিণীর উপরে। স্বস্🐎তিকাকে সেই বাচ্চাটির মায়ের চরিত্রে দেখা যাবে।
আরও পড়ুন: অস্কারে♉ যাচ্ছে লাপাতা লেডিজ, ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে বেছে নেওয়া হল কিরণ রাওয়ের সিনেমা
বহুদিন পর সৃজিতের ছবিতে স্বস্তিকা। অনেকেই ট্রোল করেছেন, পুরনো সম্পর্ক থেকেই নাকি ডেকেছেন সৃজিত। যদিও এতে অভিনেত্রী হিন্দুস্তান টাইমস বাংলাকে দেন স্পষ্ট জবাব, ‘যখন সম্পর্ক ছিল, তখন আমি ওকে বারবার বলতাম, আমাকে এই চরিত্রটা দাও। ভাবতাম, আমরা এক🍸ে অপরকে ভালোবাসি তাই এই কথাটা ও ফেলবে না। তবে প্রতিবারই ও নাকচ করে দিত। সৃজিতের সঙ্গে যখন আমার ওইরকম প্রেম ছিল, মানে ডেট করছি, তখন ও আমার কোনও কথা শুনে কোনও চরিত্র দেয়নি। এটা কখনওই হয়নি যে সৃজিতের সঙ্গে প্রেম করলেই ওর ছবিতে কাজ করা যায়।’