এবার পুজোয় একসঙ্গে বড় পর্দায় মুক্তি পেয়েছে ৩ টি ছবি। আর ৩ ছবির হাড্ডাহাড্ডি লড়াইয়ে শাস্ত্রী তুলনামূলক ভাবে বেশ অনেকটাই পিছিয়ে ছিল। প্রথম থেকে জোর টক্কর জমেছিল বহুরূপী এবং টেক্কার। সেখানে বহুরূপী অনেকটাই এগিয়ে গিয়🅰๊েছে। ছাপিয়ে গিয়েছে ১১ কোটির গণ্ডি। এরপর সেই ছবির আয় নিয়ে নাম না করে কী বললেন দেব?
আরও পড়ুন: 'অ্যাকশন বললেই একটা...' পর্দায় মা কাﷺলী থেকে দুর্গা সবই হয়েছেন, কখনও কিছু ൩অতিপ্রাকৃত অনুভব করেছেন পায়েল?
বহুরূপী ছবিটির আয় নিয়ে কী বললেন দেব?
সদ্যই শহরে ধুমধাম করে অনুষ্ঠিত হয়ে গেল টেক্কা ছবিটির সাকসেস পার্টি। আর সেখানেই একটি ব্যানারে বড় বড় করে লেখা থাকতে দেখা যাচ্ছে 'দ্য বিগেস্ট অরগ্যানিক হিট অব দ্য ইয়ার।' কিন্তু বক্স অফিস আয়ের হিসেব বলছে টেক্♈কা বেশ কিছুটা পিছিয়ে আছে বহুরূপীর থেকে, তবে? আর অরগ্যানিক হিট কেনই বা লেখা? এই বিষয়ে দেব সংবাদমাধ্যমকে জানান, 'আশেপাশে যে সব সংখ্যা কানে আসছে তাতে মনে হল আমাদের ছবির জন্য অরগ্যানিক শব্দটা ব্যবহার করা খুব জরুরি। আমরা যে সংখ্যাটা দিচ্ছি সেটা একদম সঠিক। বাস্তব।'
ফলে তিনি নাম 🌠না করেও কোন দিকে ইঙ্গিত করলেন কারও বুঝতে বাকি নেই। উইন্ডোজ প্রোডাকশন হাউজের তরফে শেষ ঘোষণা অনুযায়ী বহুরূপী ছবিটি সপ্তাহের শুরুর দিকে ১🧸১ কোটির গণ্ডি টপকে গিয়েছে।
টেক্কা প্রসঙ্গে
টেক্কা ছবি꧟টি ৮ অক্টোবর মুক্তি পেয়েছে বড় পর্দায়। মুখ্য ভূমিকায় ছিলেন দেব, রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়। অন্যান্য চরিত্রে ছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, আরিয়ান ভৌমিক, সৃজা দত্ত, প্রমুখ। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড প্রযোজিত ছবিটির পরিচালনা করছেন সৃজিত মুখোপাধ্যায়
আরও পড়ুন: 'ন্যাচরাল গ্লো আনতে চাইছেন?🐓' কালীপুজো উপলক্ষ্যে খোঁপায় ঠেসে বাজি লাগালেন মহিলা! হেসে কুটোপুটি নেটনাগরিকরা
বহুরূপীর মুকুটে নতুন পালক
এদিন শিবপ্রসাদ মুখোপাধ্যায় একটি ছবি পোস্ট করে জানান বহুরূপী ছবিটির মুকুটে নতুন পালক যোগ হল। ভারত নয়, পড়শি দেশ থেকে বিশেষ সম্মান পেয়েছে। এই বিষয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছেন, 'বহুরূপীর প্রথম অভিনন্দন স্মারক এল প্রতিবেশী বন্ধু রাষ্ট্র বাংলাদেশ থেকে। ধন্যবাদ ইমপ্রেস টেলিফিল্ম ল🐻িমিটেড। ধন্যবাদ চ্যানেল꧃ আই। সাগরভাই (ফরিদুর রেজা সাগর) কে আমার ও পুরো বহুরূপী টিমের প্রণাম ও শুভেচ্ছা।' বাংলা ছবির জগতে এত বড় সাফল্যের জন্য এই সম্মাননা দেওয়া হল বহুরূপী ছবিটিকে।