ভারতে এড শিরান! মঙ্গলবার ইনস্টাগ্রাম রিলসে ভক্তদের চমকে দিয়েছেন গায়ক। মুম্বইয়ের একটি স্কুল পরিদর্শনে গিয🍬়ে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। শেয়ার করা ভিডিওতে গায়ককে ছোট ছোট এই স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতা করতে দেখা গিয়েছে। ছাত্রছাত্রীদের জন্য গানও গেয়েছেন এই শিল্পী। ২০২৪ সালে এশিয়া ও ইউরোপ ট্যুরের অংশ হিসেবে ১৬ মার্চ মুম্বইয়ে পারফর্ম করার জন্য প্রস্তুত তিনি। আগামী ১৬ মার্চ মুম্বইয়ে পারফর্ম করবেন এই বিশ্ব প্রসিদ্ধ গায়ক।
আরও পড়ুন: জলপাই রঙা শাড়িতে অপরূপা 👍আলিয়া! যেকোনও অনুষ্ঠানে আপনিও নকল করতে পারেন এই লুক
ভিডিওতে এড জানান, ‘এই মাত্র ভারতের মুম্বইতে পৌঁছলাম। আমরা আজ কয়েকটি স্কুল পরিদর্শন করব, কিছু গানও গাইব। আমি এটাও শুনেছি যে বাচ্চারাও আ🌃মাদেরকে কিছু শোনাবে।’
আরও পড়ুন: ফুলে-ফেঁপ♉ে উঠবে সমৃদ্ধি! ঘরে ময়ূরের পালক রাখলেই জীবন বদলে ♈যাবে
ভিডিওর𝐆 ক্যাপশনে এড লিখেছেন, ‘আজ সকালে মুম্বইয়ের একটা স্কুলে গিয়েছিলাম এবং বাচ্চাদের সঙ্গে পারফরম্যান্স ভাগ করে নিলাম, অনেক মজা করেছি। ভারতে আসতে পেরে দারুণ খুশি।’ পোস্টটি শেয়ার হতেই ভরে গিয়েছে মন্তব্য বাক্স। পোস্টটিতে মন্তব্য করেছেন ভারতীয় অনুরাগীরাও।
আরও পড়ুন: রাতের যত্নেই লুকিয়ে রয়েছে চকচকে ত্বকের রহস্য! এভাবে চললে আর ক𝔍খনও মেকআপ লাগবে না
ভিডিওটিতে গায়ককে অত্যন্ত আন্তরিক লেগেছে বলেই দাবি করেছেন তাঁর অনুরাগীরা। ভারতে এসে ছাত্রছাত্রীদের সঙ্গে এ💜রূপ আচরণ দেখে মুগ্ধ হয়েছেন সকলেই। শুধু গানই নয়, শিরানের ব্যবহারেরও প্রশংসা করেছেন নেট পাড়ার বাসিন্দারা। গায়কের প্রশংসায় ভরে গিয়ে কমেন্ট বাক্স । এই পোস্টে কমেন্ট কর🐷েছেন গায়ক আরমান মালিকও। কমেন্টে একটি লাল হৃদয় জুড়েছেন আরমান। এছাড়াও পোস্টটিতে এক ভক্ত মন্তব্য করেন, 'এত ডাউন টু আর্থ ম্যান। ' আরেক অনুরাগী লেখেন, 'আহা, এই মুহূর্তগুলো খুবই সুন্দর।
আরও পড়ুন: অনলাইন থাকার সময় এগুলো খেয়াল রাখছেন তো? নইলে ꦚচ✨রম বিপদ ঘনিয়ে আসতে পারে
মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে পারফর্ম করবেন এড। প্রসঙ্গত, ভারতে এটা শিরানের দ্বিতীয় কনসার্ট, সর্বশেষ কনসার্ট হয়েছিল ২০১৭ সালে। এই কনসার্টে দেখা যাবে গায়ক প্রতীক কুহাদকেও। এ ছাড়াও কনসার্ট-দর্শকরা গায়ক ক্যালাম স্কটের পারফর্মেন্সও উপভোগ করবেন, ইউ আর দ্য রিজꦬন এবং হোয়ার আর ইউ নাউয়ের মতো গানগুলির মুগ্ধতায় মেতে উঠবেন ভারতীয়রা।