ছোট পর্দার ফিরছেন আদৃত রায়। এক মাস আগেই সামনে এসেছে এই আপটেড। খবর, জি বাংলার নতুন মেগায় মুখ্য চরিত্রে থাকছেন মিঠাই-এর নায়ক। কামব্যাকের জল্পনা নিয়ে মুখে কুলুপ উচ্ছেবাবুর। তবে সূত্র বলছে, ইতিমধ্যেই নাকি প্রথম ঝলকের শ্যুটিং সেরে ফেলেছেন আদৃত। এই সিরিয়ালে কে হবেন আদৃতের নায়িকা? আরও পড়ুন-বিয়েতেই যত্ত ‘সম🥃স্যা’! আটকে পাগল প্রেমীর কাজ, বাধ🧔্য হয়েই ছোটপর্দায় ফিরছেন আদৃত?
প্রথমে শোনা গিয়েছিল, আদৃতের বিপরীতে থাকবেন এনআইডিয়াজের ঘরের মেয়ে স্বীকৃতি মজুমদার। কিন্তু কথা এগোয়নি। এরপরই জোর জল্পনা নতুন মেগায় আদৃতের সঙ্গে জুটি বাঁধবেন ღদেবের বাঘাযতীন নায়িকা সৃজা দত্ত। সত্যি কি তাই?&nꦓbsp;
বড়পর্দায় পরিচিতি পেয়েছেন সৃজা। এবার কি ছোটপর্দায় হাতেখড়ি? জানতে হিন্দুস্তান টাইমস বাংলা যোগাযোগ করেছিল নায়িকার সঙ্গে।🙈 প্রশ্ন শুনেই আকাশ থেকে পড়লেন নায়িকা! এরপর সটান জবাব, ‘এই রে! আমি জানি না এই খবর কে বা কারা রটাচ্ছে, কিন্তু আমি কোনও মেগা সিরিয়ালে কাজ করছি না। আমার তো এখন পড়াশোনা চলছে, সিরিয়াল করলে তো পড়াশ♏োনা ডকে উঠবে!’
সৃজা যে কেরিয়ারের জল মেপে চলতে চাইছেন, তা স্পষ্ট। ইঞ্জিনিয়ারিং-এর তৃতীয় বর্ষের ছাত্রী অভিনেত্রী। মুচকি হেসে বললেন, ‘বুম্বাদা আমার খুব প্রিয় মানুষ। ভীষণভাবে আমি ওঁনার প্রযোজনায় কাজ💫 করতে চাই। আর আদৃতদার সঙ্গে কিছুদিন আগেই কথা হচ্ছিল। আমার খুবই কাজ করার ইচ্ছে আদৃতদার সঙ্গে, কিন্তু সমস্যাটা হল সিরিয়াল। কারণ আমার পক্ষে তো এখন ওই সময়টা দেওয়া সম্ভব নয়। আমাকে রোজ কলেজ যেতে হয়। এখনও আমি বই হাতেই বসে আছি। না হলে আমার সঙ্গে আদৃতদার জুটিটা খুব মানাবে বলেই আমারও মনে হয়’।
সৃজার কথায়, ‘আমি এখন পরীক্ষা নিয়ে ব্যস্ত। সারাদিন-🌺সারারাত পড়াশোনা নিয়ে কেটে যাচ্ছে। আমার তো ইলেকট্রনিক্স উইথ কম্পিউটার সায়েন্স, খুব চাপ পড়াশোনার। এখন সিরিয়াল তো দূরের কথা, আমি তো টানা ১৫-২০ দিনের শ্যুটিংও করতে পারছি না।'
আরও পড়ুন-‘সবই তো বুঝলাম বউ…’, বিয়ে🎀র পর প্রথম পুজো,রোম্যান্টিক মুডে কৌশাম্বি! নালিশ আদৃতের
পড়াশোনাই সৃজার এখন প্রধান প্রায়োরিটি। পড়াশোনা সামলে তবেই অভিনয় করবেন, আগামী দু-বছর ইঞ্জিনিয়ারিং-এ মন দিতে চান তিনি। সৃজা ছোট থেকেই মেধাবী ছাত্রী। তাঁর মা পেশায় চিকিৎসক, তিনি ক্লাস টুয়েলভের পর মন দিয়েছেন ইঞ্জিনিয়ারিং-এ। হালে দেবের পুজো রিলিজ টেক্কা-তেও ক্যামিও চরিত্রে দেখা মিলেছে তাঁর। সেমিস্টারের ফাঁকে টেক্কার শ্যুটিং ও😼 ডাবিং সেরেছিলেন সৃজা।