অবশেষে হাসি ফুটল পরিচা🍷লক রাহুল মুখোপাধ্যায়ের মুখে! ইঙ্গিত আগেই মিলেছিল, অবশেষে নিজেদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়ে দিল ফেডারেশন। গুপী শ্যুটিং করার দায়ে অভিযুক্ত পরিচালকের উপর থেকে অসহযোগিতার নিদান তুলে নিল ফেডারেশন। তবে ফেডারেশন ভাঙলেও মচাকলো না! বরং জানালো সবটাই হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেকে মান্যতা দিতে।
প্রায় দু-দিন কর্মবিরতি থাকার পর গত𒈔 বুধবার থেকে স্বাভাবিক ছন্দে ফিরেছিল টলিপাড়া। তবে রাহুল এসভিএফের পুজোর ছবি পরিচালনার দায়িত্বে থাকছেন কিনা সেই নিয়ে সাসপেন্স বজায় ছিল। অবশেষে রবিবার রাতে মিলল উত্তর। এদিন ম্যারাথন বৈঠক শেষে ফেডারেশন সিদ্ধান্ত নেয়, রাহুলের উপর জারি তিন মাসের অসহযোগিতার নিদান প্রত্যাহার করা হবে।
প্রেস বিবৃতিতে জানানো হয়, ডিরেক্টরস গিল্ডের সুপারিশ মেনে রাহুল মুখোপাধ্যায়কে গুপী শ্যুটিং করার জেরে গত ২০শে জুলাই থেকে তিন মাসের জন্য ‘ব্যান’ করা হয়েছিল। অর্থাৎ পরিচালক রাহুলের সঙ্গে সহযোগিতা করে ফ্লোরে কাজ করবেন না কোনও টেকনিশিয়ান। এরপর লেখা রয়েছে, ‘গত ৩০শে জু൲লাই মুখ🌱্যমন্ত্রী ফোনে আমাদের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলেন এবং কিছু পরামর্শ দেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক। তাঁর পরামর্শকে যথাযথ সম্মান ও মর্যাদা দিয়ে আগামিকাল (৬ই অগস্ট) থেকে রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে নন-কোঅপারেশন প্রত্যাহার করা হল’।
ফেডারেশনের ৫৫তম বার্ষিক সাধ🅷ারণ সভায় রাহুলের সঙ্গে অসহযোগিতার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, তাই পুনরায় জরুরি ভিত্তিতে সাধারণ সভা ডেকে ঐক্যমতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হ🐼বে বলে জানানো হয়েছে।
রাহুলের উপর থেকে ফেডারেশন অসহযোগিতা প্রত্যাহার করায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে প্রযোজনা সংস্থা এসভিএফ। পুজোর আর মাত্র 🙈দু-মাস বাকি। তাই চটজলদি ছবির শ্যুটিং শুরু করতে চান তাঁরা। এই গোটা বিতর্কে শুরু থেকেই রাহুলের পাশে দাঁড়িয়েছেন এসভিএফ-এর শ্রীকান্ত মোহতা।
এখনও পর্যন্ত ঠিক হয়নি রাহুল মুখোপাধ্যায়ের এই আসন্ন ছবিটির নাম। তবে জানা গিয়েছে সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায𒆙় এবং অনির্বাণ ভট্টাচার্য ছাড়াও থাকবেন অপরাজিতা আঢ্য, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, প্রমুখ। ইত꧃িমধ্যেই এই ছবির শুভ মহরত অনুষ্ঠিত হয়ে গিয়েছে। সেই অনুষ্ঠানের একাধিক ছবি প্রকাশ্যে এসেছিল। এই ছবির স্ক্রিপ্ট লিখছেন রোহিত - সৌম্যর জুটি। তাঁদের সঙ্গে এবার চমক দিয়ে গল্পের লেখক হিসেবে আছন অভিনেত্রী অর্কজা আচার্য।