সৌরভ গঙ্গোপাধ্যায় বনাম গ্রেগ চ্যাপেল… ভারতীয় ক্রিকেটের এক বহুচর্চিত অধ্যায়। ২০০৫ সালে, অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল ভারতীয় দলের কোচ হয়েছিলেন। মাস কয়েক যেতে না যেতেই সৌরভ গঙ্গোপাধ্যায় এবং গ্রেগ চ্যাপেল বিতর্কের জন্ম হয়। এই বিতর্কের পর সৌরভ গঙ্গোপাধ্যায়কে অধিনায়কত্ব ছাড়তে হয়েছিল। একইসঙ্গে মহারাজকে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিল। আরও পড়ুন-পঃ মেদিনীপুরকে হেলায় হারিয়ে দাদাগিরি ১০-এর চ্যাম্পিয়ান হুগলি! টাকার পাহাড়ে বিজꦇয়ী দল
৬ মাস দলে থাকার পর মহারাজকীয় প্রত্যাবর্তন হয় দাদার। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ফিরে রূপকথার কামব্য়াক করেন সৌরভ। এই সিরিজের মাঝপথে দাদার সঙ্গে দিতে দক্ষিণ আফ্রিকা পৌঁছেছিলেন ডোনা এবং তাঁদের পাঁচ বছরের শিশুকন্যে সানা। স্টার জলসার জনপ্রিয় টক শো ঘোষ অ্যান্ড কোম্পানি নতুন করে ফিরছে পর্দায়। ঋতুপর্ণ ঘোষ সঞ্চালিত এই ꦦসেলিব্রিটি টক শো-তে অতিথি হিসাবে হাজির হয়েছিলেন সৌরভ-ডোনা। প্রায় দেড় দশক পর স্টার জলসার সোশ্যাল মিডিয়া পেজে দেখা মিলছে এই শো-এর।
শো-এর একটা অংশে মেয়ে সানার প্রসঙ্গে কথা বলতে গিয়ে সৌরভ জানিয়েছিলেন তাঁর জীবনꦰের ‘ভিলেন’ গ্রেগ চ্যাপেলকে দেখে ঠিক কী কাণ্ড ঘটিয়েছিল সানা। সৌরভ বলেন, ছোট্ট সানা বিশেষ মিস করে না তাঁকে। সেই সময় ক্রিকেট ট্যুরেই ব্যস্ত থাকতেন সৌরভ। তিনি স্পষ্ট জানান, ‘হয়ত এসে বাড়িতে ১০-১৫ দিন থাকলাম, তারপর চলে গ🤪েলাম। সানা প্রথম দু’দিন মিস করত, ব্যাস ওইটুকুই। বাড়িতে এত লোক….ডোনার বাড়িও পাশে, দুই দাদু, ঠাকুমা, দিদি যখন যা চাইছে তাই পাচ্ছে বাবার কী দরকার?'