গুরুতর জখম, হাসপাতালে ভর্তি গায়ক ও অভিনেতা গুরু রণধাওয়া। আগামী ছবি ‘শৌনকি সর্দার’-এর প্রথম স্টান্ট করতে গিয়ে গুরুতর আহত হন তিনি। রবিবার নিজের ইনস্টাগ্রামে নিজেই নিজের স্বাস্থ্যের আপডেট অনুরাগীদের সঙ্গ🌠ে শেয়ার করেছেন গায়ক-অভিনেতা।
এখন কেমন আছেন গুরু রণধাওয়া?
অভিনেতা যে ছবিটি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে র༺য়েছেন তিনি। তাঁর গলায় সার্ভিক্যাল কলার, মাথায় ব্যন্ডেজ, গালে রক্তের ছোপ, চোখে মুখে চোটের দাগ। তবে এতকিছুর পরেও সবকিছু ইতিবা🌠চকভাবেই নিয়েছেন অভিনেতা। ক্য়ামেরার সামনে হাসিমুখেই থাম্বস আপ দেখাতে দেখা যাচ্ছে অভিনেতাকে। তবে তাঁর হাসিটা ছিল ক্ষীণ।
ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘আমার প্রথম স্টাಌন্ট, আমার প্রথম চোট, কিন্তু আমার স্পিরিট অটুট রয়েছে। শৌনকি সর্দারের সেট থেকে একটি স্মৃতি। বহুত মুশকিল কাজ হ্যায় অ্যাকশন ওয়ালা (অ্যাকশন দৃশ্যগুলো কঠিন), তবে আমি আমার দর্শকদের জন্য কঠোর পরিশ্রম করব।’
অনুরাগীদের দ্রুত আরোগ্য কামনা
অভিনেতার এই পোস্টের নিচে💛 তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগীরা। এক ভক্ত লিখেছেন, ‘গেট ওয়েল সুন, চ্যাম্প। কেউ লিখেছেন, ’তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, পাহজি। কারর মন্তব্য, ‘আমি এই পোস্টটি দেখতে পারছি না, লাভ ইউ পাজি।’ কারর কথায়, ‘আমরা মানসম্পন্ন কাজ চাই তবে আপনার জীবন বা স্বাস্থ্যের বিনিময়ে নয়।’
প্রসঙ্গত গুরু রণধাওয়া অভিনীত ꦗশৌ꧃নকি সর্দার ছবির পরিচালনা করছেন ধীরজ রতন। এতে তিনি ছাড়াও অভিনয় করেছেন বাবু মান, হাশনিন চৌহান, কারিনা সোরেল্লি, নিমৃত আহলুওয়ালিয়া এবং টিফানি কেনেডি সহ অন্যান্যরা।
মহাকুম্ভ মেলায় গুরু
অতি সম্প্রতি, প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করতে গিয়েছিলেন গুরু রণধাওয়া। সেখান থেকে ফিরে শ্যুটিং শুরুর কয়েক সপ্তাহর মধ্যেই এই বিপত্তি। ইনস্টাগ্রামে গুরু তাঁর কুম্ভ সফরের একটি ভিডিও শেয়ার করেছেন। এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘প্রয়াগরাজে মা গঙ্গায় পবিত্র স্নান করতে পেরে আমি ধন্য, যেখানে বিশ্বাস প্রবাহিত হয় এবং আধ্যাত্মিকতা বিকশিত হয়। ঈশ্বরের আশীর্বাদে আমার নতুন যাত্রা শুরু। হর হর গঙ্গে!’ গুরু ভাগ করে নিয়েছিলেন, পবিত্র জল তাXকে যে গভীর শান্তি এবং 💟ইতিবাচকতা এনে দিয়েছs তা প্রতিফলিত করে।
এদিকে গানের দুনিয়ায় গুরু ‘লাহোর’, ‘পটোলা’, ‘ইশারে তেরে’, ‘হাইꦕ রেটেড গাবরু’, ‘স্লো স্লো’ এবং 'তেরে তো' এর মতো তাঁর চার্ট-টপিং গানের জন্য পরিচিত। তাঁর প্রথম গান ছিল সেম গার্ল।