সালটা ছিল ১৯৯৩, মুক্তি পেয়েছিল জ্যাকি শ্রফ অভিনীত 'কিং আঙ্কল' ছবিটি। ছবিতে জ্যাকি শ্রফের ভাই ‘অনিল বনসল’-এর চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। যদিও অনেকেই হয়ত জানেন না, সেই চরিত্রে আদপে শাহরুখের নয়, অভিনয় করার কথা ছিল সলমন খানের। তবে তারপরেও ওই চরিত্রে অভ𝔉িনয়ের জন্য প্রযোজক রাকেশ রোশনকে রাজি করান শাহরুখ। কিন্তু কীভাবে?
সম্প্রতি 'কিং আঙ্কল' ছবিতে নিজে অভিনয়ের জন্য শাহরুখ কীভাবে রাকেশ রোশনকে রাজি করিয়েছিলেন, সেবিষয়েই মুখ খুলেছেন 𒀰কিং খানের ঘনিষ্ঠ বন্ধু, প্রযোজক বিবেক ভাসওয়ানি। তিনি জানান, শাহরুখ সেসময় সিনেমার ব্যবসায় এক্কেবারেই নবাগত ছিলেন, তবে তারপরেও তাঁর ব্যবসায়িক বুদ্ধিতে অবাক হয়ে গিয়েছিলেন খোদ রাকেশ রোশন।
সম্প্রতি 'ফিল্ম কম্প্যানিয়ন'কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তিনিই শাহরুখের সঙ্গে রাকেশ রোশনের সাক্ষাৎ-এর ব্যবস্থা করে দেন। কারণ, বিবেক খুব ভালো করেই জানতেন, 'রাজা আঙ্কেল' ছবিতে জ্যাকি শ্রফের ভাইয়ের চরিত্রে তখনও কাউকে কাস্ট করা হয়নি। আর তাই তিনি রাকেশ রোশনের কাছে শাহরুখের নাম প্রস্তাব করেন। আর এরপর শাহরুখের সঙ্গে দেখা হলে রাকেশ রোশন তা🐷ঁকে প্রশ্ন করেন, 'এই ছবিতে তোমাকে কেন নেব?' উত্তরে কিং খান যা বলেছিলেন, তা শুনে চমকে ༺গিয়েছিলেন রাকেশ রোশন।