এদিন ইমন চক্রবর্তী তাঁর দুই ঘনিষ্ট মানুষের সঙ্গে আদুরে মুহূর্তের ছবি পোস্ট করলেন। শুধু তাই নয়, তাঁদের জন্য দিলেন এক বিশেষ বার্তাও। তবে সেই দুই ব্যক্তির মধ্যে কিন্তু মোটেই তাঁর বে𝓰টার হাফ নীলাঞ্জন ছিলেন না। তবে কারা তাঁরা? গায়িকার দুই বেস্ট ফ্রেন্ড! মানালি মনীষা দে এবং অভিষেক রায়।
আরও পড়ুন: তৃতীয়বার এমপি✅ হয়েই কথা রাখলেন দেব, ঘাটাল মাস্টারপ্ল্যান অধরা থাকলেও কোন প্রতিশ্রুতি রাখলেন এদিন?
ইমন কী লিখলেন বন্ধুদের জন্য
সকলেই জানে🦄ন ইমন চক্রবর্তী এবং মানালি মনীষা দের দারুণ বন্ধুত্ব। তাঁরা এর আগে একসঙ্গে দিদি নম্বর ওয়ানেও এসেছেন। অভিনেত্রী তথা কার কাছে কই মনের কথা ধারাবাহিকের শিমুল গায়িকার একাধিক হাঁড়ির খবর ফাঁস করেছেন সেখানে। অন্যদিকে ডিজাইনার অভিষেক রায়ও তাঁদের খুবই ঘনিষ্ট বন্ধু। আর এদিন এঁদের দুজনের জন্যই এই বিশেষ পোস্ট করলেন গায়িকা।
আরও পড়ুন: জীবনের সবথেকে 'বড় রিস্ক' 🌃সুমনের কথাতেই নিয়েছিলেন সৃজি💮ত! 'তোমাকে চাই' শুনে কোন কাণ্ড ঘটান?
ইমনকে এদিন একটি কালো টিশার্ট এবং জিন্স পরে থাকতে দেখা যাচ্ছে। মানালির পরনেও একটি ফাঙ্কি টিশার্ট এবং শর্টস। অন্যদিকে অভিষেকের পরনে প্রিন্টেড শার্ট এবং প্যান্ট। তাঁদের বিভিন্ন পোজে ছ📖বি তুলতে দেখা গিয়েছে। এই ছবিগুলো পোস্ট করে এদিন অন্য কারও সঙ্গে বেঁধো ঘর গায়িকা লেখেন, 'তোদের ছাড়া বাঁচব না।'
প্🎃রিয় বান্ধবীর এই পোস্টে মন্তব্য করতে ভোলেননি মানালি। তিনি লেখেন, 'মজায় বাঁচব আমরা। অনেক ভালোবাসি।' মন্তব্য করেন তাঁদের আরেক বন্ধু তথা ♔অভিনেতা গৌরবও।
প্রসঙ্গত মানালি মনীষা দে-কে শেষবার কার কাছে কই মনের কথা ধারাবাহিকে দেখা গিয়েছে। অন্যদিকে ইমন চক্রবর্তীকে বর্ত𝓰মানে জি বাংলার সারেগামাপার বিচারক হিসেবে দেখা যাচ্ছে। তিনি এবার জুটি বেঁধেছেন রাঘব চট্টোপাধ্যায়ের সঙ্গে।