শুরুটা হয়েছিল ২০০৪-এ। সেবার প্রথম Indian Idol-বিজেতা ছিলেন অভিজিৎ সাওয়ান্ত। আর এটা ২০২৩, প্রতিবছরের মতো এবারও শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল। এটা চতুর্দশ (১৪) সিজন। এবার অডিশন শেষে প্রতিয🐬োগিতার জন্য বেছে নেওয়া হয়েছে ১৫ জন প্রতিযোগীকে। এবার এই শোয়ের নির্মাতারা 'গৃহ প্রবেশ' বলে একটি পর্💦বের পরিকল্পনা করেছেন। আর সেখানেই আরও একবার ফিরছেন সর্বপ্রথম ইন্ডিয়ান আইডল অভিজিৎ সাওয়ান্ত।
এবার ইন্ডিয়ান আইডল ১৪তে বিচারক হিসাবে রয়েছেন কুমার শানু, শ্রেয়া ঘোষাল এবং বিশাল দাদলানি। এছাড়াও শোয়ের বিভিন্ন পর্বে যোগ দেবেন বিনোদন জগতের আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। আরশাদ ওয়ার্সী, রিচা শর্মা এবং শোয়েব ই💦ব্রাহিম। এছাড়াও ইন্ডিয়ান আইডল সিজন ১-এর বিজয়ী অভিজিৎ সাওয়ান্তকেও আমন্ত্রণ জানিয়েছেন নির্মাতারা।
আরও পড়ুন-১০-এ ১০! বক্সꦛ অফ♓িস, দশম অবতারের কালেকশন নিয়ে কী বলছেন সৃজিত-প্রসেনজিৎ?
আরও পড়ুন-মুক্তির পর ৯ দিন পার, কত লোক দেখলেন, কত টাকার ব্যবসা করল ‘রক্তব𒀰ীজ’?
আরও পড়ুন-'তোমাকে ছাড়🍸া জীবন কল্পনা করতে পারি না', বিশ🔥েষ মানুষের ছবি দিলেন শ্রাবন্তী
ইন্ডিয়ান আইডলে ফিরে আসা নিয়ে নস্টালজিক🐎 অভিজিৎ সাওয়ান্ত। অভিজিৎ বলেন, ‘আমি কৃতজ্ঞতা জানাতে চাই এবং এই প্ল্যাটফর্মের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। ইন্ডিয়ান আইডল-কে ধন্যবাদ। মনে হচ্ছে আমি বাড়িতে ফিরে এসেছি।' কুমার শানুর উদ্দেশ্যে অভিজিৎꦦ বলেন, ‘শানুদা, আপনি আমার সর্বশ্রেষ্ঠ আইডল। যখন থেকে আমি গান গাইতে শুরু করি, আমি আপনার গান শিখেছি এবং আপনার মতো করে গাওয়ার চেষ্টা করেছি। আমার অনুপ্রেরণা হওয়ার জন্য ধন্যবাদ, এই অনুপ্রেরণাই আমাকে আজ গায়ক বানিয়েছে।’
প্রসঙ্গত, ইন্ডিয়ান আইডল-১৪ এর একটি পর্বে প্রতিযোগী উৎকর্ষ ওয়াংখেড়ের সঙ্গে গান গাইতে দেখা যায় অভিজিৎ সাওয়ান্তকে। বিচারকরা উৎকর্ষের প্র♋শংসা করলে তিনি বলেন, তাঁর বাবা তাঁকে অ🌄ভিজিৎ দাদা (সাওয়ান্ত)-এর মতো গান গাইতে উৎসাহিত করতেন। অভিজিৎ সাওয়ান্তও উৎকর্ষকে উৎসাহিত করে বলেন, তুমিও ভালো পারফর্ম করেছেন। নিয়মিত অনুশীলন করলে আপনি মহারাষ্ট্রের গর্ব হয়ে উঠবেন।'