অদ্বৈত চন্দন পরিচালিত জুনায়েদ ♉খান এবং খুশি কাপুর অভিনীত ‘লাভিয়াপ্পা’ মুক্তি পেয়েছিল গত ৭ ফেব্রুয়ারি। এই রোমান্টিক কমেডি সিনেম🐠াটি ফ্যান্টম স্টুডিও এবং AGS এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত। বক্স অফিসে চূড়ান্ত সাফল্য না পেলেও সিনেমাটির গল্প মোটামুটি ভালো লেগেছিল দর্শকদের।
বড় পর্দায় মুক্তির দু মাসের মধ্যেই এবার ওটিটি প্ল্যাটফর্মে এই ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করে দেওয়া হল। সম্প্রতি Jio Hotstar খুশি এবং জুনায়েদের একটি মোশন পোস্টার শেয়ার করেছে। পোস্টারটির ক্যাপশনে লেখা ছিল,' ভালোবাসা এবং লাভিয়াপ্পায় সবকিছু ন্যায্য। 𓄧Loveyapa এখন দেখা যাবে শুধু Jio Hotstar- এ।'
আরও পড়ুন: ভৌতিক এবং কুসংস্♛কারের মেলবন্ধন, ‘ছোরি ২’ ট্রেলারে সোহ🔯াকে দেখে মুগ্ধ দর্শক
আরও পড়ুন: আসতে চলেছে ‘পঞ্চায়েত ৪’! মুক্তির কথা ঘোষণা করতে 🍌বেছে নেওয়া হল কাদের?
Loveyapa ছিল জুনায়েদ এবং খুশির প্রথম বড় পর্দার প্রথম সিনেমা। তবে অভিনয়ের হাতে খড়ি আগে൲ই হয়ে গিয়েছিল। একদিকে জুনায়েদ যেমন Netflix-এর ‘মহারাজা’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন তেমন অন্যদিকে খুশি ‘দ্য আর্চিস’ সিনেমার হাত ধরে অভিনয় জগতে পদার্পণ করেছিলেন।
ছবি প্রসঙ্গে
Loveyapa সিনেমায় জুনায়েদ এবং খুশি ছাড়া অভিনয় করেছিলেন আশুতোষ রানা, গ্রুশা কাপুর, তানভিকা পার্লিকার, কিকু শারদা। সিনেমা𒉰টি ভারতের ৯ দিনে ৮.১ কোটি টাকা এবং বিশ্বব্যাপী ৮.৮৫ কোটি টাকা আয় করে।
ছবির গল্প প্রসঙ্গে
এই সিনেমায় এমন দুই প্রেমিক-প্রেমিকার গল্প দেখানো হয়েছে যারা নিজেদের ভালোবাসার ক🗹থা যখন পরিবারকে জানান তখন আশুতোষ রানা সরাসরি ‘না’ বলেন না। তিনি দুজনকে ২৪ ঘন্টার জন্য একে অপরের ফোন বদলা বদলি𒉰 করতে বলেন। এরপরই শুরু হয় আসল গল্প।
আরও পড়ুন: সৃজিতের পরের ছবি💛তে অ্যালেকজান্দ্রা 🍸টেলর? জল্পনা উসকাতেই কী বললেন?
আরও পড়ুন: একটি বা দুটি নয়, করিনার♏ টানা ১০টি সিনেমা হয়েছিল ফ্লপ, এক নজরে দেখুন ꦕতালিকা
জুনায়েদ এবং খুশি, দুজনের ফোনেই থাকে এমন কিছু সিক্রেট যা জানার পর শুরু হয়ে যায় অশান্তি। একে অপরের প্রতি বিশ্বাস ভেঙ্গে যায়। এই বিশ্বাস আবার ফিরে আসবে নাকি আশুতোষ রানা যা করতে চেয়েছিলেন সেটাই হবে। একে অপরের থেকে𒐪 আলাদা হয়ে যাবেন জুনায়েদ এবং খুশি। ভালোবাসা এবং বিশ্বাসের অনবদ্য মেলবন্ধন দেখানো হয়েছিল এই সিনেমায়। আপনি যদি বড়পর্দায় এই সিনেমাটি না দেখে থাকেন তা🌊হলে এখনি বাড়িতে বসেই দেখে ফেলুন জুনায়েদ-খুশির Loveyapa।