অবশেষে কি জট কাটতে চলল? বম্বে হাইকোর্টকে🍸 এদিন সেন্সর বোর্ডের তরফে জানানো হল কঙ্গনা রানাওয়াত তাঁর আগামী ছবি ইমারজেন্সির বেশ কিছু দৃশ্য ছেঁটে ফেলতে রাজি হয়েছেন। তবে কি এবার মুক্তি পাবে ছবি?
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে আলোচনা রাজন্যাদের ফিল্ম নি▨য়ে,⛎ ঘরে - বাইরের চাপে রিলিজ পিছিয়ে দিলেন প্রান্তিকরা
কী জানা গিয়েছে?
সেন্সর বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন বা🦹 সেন্সর বোর্ড সোমবার ৩০ সেপ্টেম্বর বম্বে হাইকোর্টকে জানিয়েছে যে কঙ্গনা রানাওয়াত সেন্সর বোর্ডের সাজেস্ট করা দৃশ্যগুলো ☂ছেঁটে ফেলতে রাজি হয়েছেন। প্রসঙ্গত কঙ্গনা রানাওয়াত এই ছবিতে যে কেবল অভিনয় করেছেন সেটাই নয়, তিনি ইমারজেন্সি ছবির পরিচালক এবং প্রযোজকও বটে।
এই তথ্য সেন্সর বোর্ডের উকিল অভিনব চন্দ্রচূড় বিপি কোলাবাওয়ালা এবং ফিরদৌস পুনিওয়ালার বেঞ্চকে জানিয়েছেন। প্রসঙ্গত কিছুদিন আগে ইমারজেন্সি ছবিটির সহ প্রযোজক জি এন্টারটেইনমেন্টের তরফে কোর্টের কাছে আবেদন করা হয়েছিল যে সেন্সর বোর্ড নাকি ইচ্ছে করেই এই ছবিকে সার্টিফিকেট দিচ্ছে না। তখনই সেন্সর বোর্ডের তরফে জানানো হয় কমিটির তরফে বেশ কিছু দৃশ্য ছেঁটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। সেগুলো মানলে তবꦛেই ছবিটি মুক্তি পাবে। এই প্রস্তাব শুনে জির তরফে জানানো হয়েছে তাঁরা কিছু সময় চান যে তাঁরা এই দৃশ্যগুলো ছেঁটে ফেলতে রাজি কিনা। অবশেষে সেই শর্তাবলী 🍰মানল ছবির নির্মাতারা।
এই বিষয়ে বলে রাখা ভালো, বেশꦜ কিছু শিখ সংগঠন যেমন শিরোমণি অকালি দল ছবিটির বিরোধিতা করেছে। তাঁরা জানিয়েছেন ছবিটিতে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে ভুল তথ্য দেওয়া হয়েছে, ভুল ভাবে দেখানো হয়েছে। ঐতিহাসিক তথ্যকে বিকৃত করা হয়েছে বলেও দাবি করেছেন তাঁরা। ছবিটি ১৯৭৫ সালে ঘটে যাওয়া জরꦛুরি অবস্থার উপর নির্মিত হয়েছে। ইন্দিরা গান্ধীর চরিত্রে থাকবেন কঙ্গনা।