সম্প্রতি বডি ডিসমর্ফিয়া নিয়ে মুখ খুললেন করণ জোহর। জানালেন তিনি এই সমস্যায় ভুগছেন। ফায়ে ডিসুজাকে দেওয়া একটি সাক্ষাৎকারে পরিচালক, প্রযোজক এই বিষয়ে কথা বলল🐟েন। জানালেন গত কয✨়েক বছরে কিছুই বদলায়নি। এমনকি তিনি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন এমন ব্যক্তিদের থেকেও সাহায্য চেয়েছেন তবুও কিছুতেই কিছু কাজ দেয়নি।
কী জানিয়েছেন করণ জোহর?
অস্বস্তির বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, 'আমার বডি ডিসমর্ফিয়া আছে। আমার পুলে নামতে খুব অস্বস্তি হয়। আমি জানি না ভয়ঙ্কর🦄 খারাপ না লাগিয়ে কী করে পুলে নামা যায়। এটা থেকে বের হওয়ার অনেক চেষ্টা করেছি। যতই সাফল্য পাও না কেন, যতই নিজের মস্তিকে নিজেকে নিয়ে যা খুশি ভাবো না কেন আমি আমাকে সবসময়ই ওভারসাইজড পোশাকেই দেখতে পছন্দ করি। এমনকি আমি যদি ওজনও কমাই তাহলেও মনে হয় আমি মোটাই আছি। ওটা নিয়েই লড়াই করছি। সবসময় মনে হয় আমি মোটাই। তাই আমি কাউকেই আমার শরীরের কোনও অংশ দেখাতে চাই না।'
তিনি একই সঙ্গে বলেন, ' আমার বয়স যখন ৮ তখন থেকে এটা শুরু হয়েছে। এখনও কিছু বদলায়নি। আমি সবসময় নিজেই নিজের শরীরের নিন্দে ক𓆉রি। যেদিন তোমার নিজের মনে হবে যে তোমায় সুন্দর লাগছে দেখতে সেদিন আর কিছুই ম্যাটার করবে না তোমার কাছে যে তুমি কী অ্যাচিভ করেছ আর কী নয়। এমনকি অন্তরঙ্গ হওয়ার সময়ও অনি ঘরের আলো নিভিয়ে দিই। আমি থেরাপি করিয়েছি। কিন্তু কমেনি। এটা মানসিক সমস্যাও তৈরি করে। আমি ওষুধ খেয়েছি প্যানিক অ্যাটাক হওয়ার পর।'