গত শনি এবং রবিবার অর্থাৎ ২০ এবং ২১ জুলাই বাংলা সারেগামাপার মঞ্চে দুটি বিশেষ পর্ব সম্প্রচারিত হল যেখানে প্রতিযোগীরা বিভিন্ন খ্যাতনামা শিল্পীদের সঙ্গে মঞ্চ ভাগ করে নিলেন। আর এদিন তন্ময় বস⛎ুর সঙ্গে পারফর্ম করেন সত্যজিৎ। তাঁদের সেই পারফরমেন্সের পর তন্ময় বসুর সঙ্গে ন🅷িজের যোগাযোগ প্রসঙ্গে কথা বলেন বিচারক কৌশিকী চক্রবর্তী।
আরও পড়ুন: বিবাহ বিচ্ছেদ হতে না হতেই অনন্যার সঙ্গে 🗹প্রেম করছেন হার্দিক! জল্পনা উসকে কী কাণ্ড ঘটালেন𒉰 দুজনে?
কী জানিয়েছেন কৌশিকী চক্রবর্তী?
এদিন জি বাংলার তরফে শনিবারের পর্বের একটি ক্লিপ প্রকাশ্যে আনা হয়। সেখানে দেখা যাচ্ছে কৌশিকী চক্রবর্তী✱ তন্ময় বসুর প্রশংসা করছেন। বলছেন, 'আমি একটা কথাই বলতে চাই, যদিও জানি তন্ময় কাকু আমায় পরে বকবে। কিন্তু তন্ময় কাকু এমন একজন মানুষ যার সামনে দিয়ে ওই তবলা সরিয়ে হারমোনিয়াম দিলে উনি সেটাꦿও ঠিক ততটা সুন্দর বাজাবেন, আবার হারমোনিয়াম সরিয়ে মাইক দিলেও তিনি ততটা সুন্দর গাইবেন।' এরপরই নিজের জীবনে তাঁর অবদান সম্পর্কে জানিয়ে বলেন, 'আমি যতটুকু যা মানুষ হয়েছি, শিখেছি আমার বাবা মা আর এঁদের জন্যই হয়েছি।'
এরপর কৌশিকীর আবদারে একটি গানও গাইতে শোনা যায় তন্ময় বসুকে। গায়িকা তো বটেই, বাকি সকল বিচারকরাও মুগ্ধ হয়ে তাঁর সেই গান শোনেন। এরপর শান্তনু মৈত্র সহ জাভেদ আলিꦐ এবং অন্যান্য বিচারকদের প্রশংসা করতে দেখা যায় এই পারফরমেন্সের।
আরও পড়ুন: ডিম-ভাত নয়, প্রতিবার বৃষ্টি উপেক্ষা করে কেন ২১ জুলাই রাজপথে মানুষের ঢল নামে ফাঁস ক🗹রলেন নচিকেতা
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। কিন্তু ভাবছেন কোন বিচারকরা জুটি বেঁধেছেন? তাহলে জানাই জাভেদ এবং জোজো থাকবেন একটি দলে, শান্তনু এবং অন্তরা থাকবেন আরেক দলেꦺ। ইমন রাঘব হলেন আরেক জুটি। আর চতুর্থ দল বানিয়েছেন ইন্দ্রদীপ এবং কৌশিকী। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে এই শো। আবির চট্টোপাধ্যায় আবারও রয়েবেন এই শোয়ের সঞ্চালক হিসেবে।