ব্যস্ত জীবনে সময় বের করে সিনেমা হলে সিনেমা দেখতে যাওয়ার সময় এখন মানুষের কাছে একেবারেই নেই, তাই ডিজিটাল প♕্লাটফর্মের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। একটি নির্দিষ্ট অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন নিলেই একের পর এক সিনেমা দেখা যায় একেবারে বিনামূল্যে। অন্যদিকে ডিজিটাল প্লাটফর্মে মুক্তিপ্রাপ্ত সিনেমার আয় হয় সারা বিশ্বজুড়ে।
ডিজিটাল প্লাটফর্মে একটি সিনেমা মুক্তি পাওয়া মানেই সারা বিশ্বের মানুষের কাছে এক নিমেষে সেই সিনেমা পৌঁছে যাওয়া। বড় পর্দায় একটি সিনেমার যে পরিমাণ ব্যবসা হয় তার থেকে দ্বিগুণ পরিমাণ ব্যবসা হয় ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেলে।꧂ স্বাভাবিকভাবেই পরিচালক থেকে প্রযোজক এমনকি দর্শকদের চাহিদা এখন ডিজিটাল প্লাটফর্মকে নিয়ে তুঙ্গে।
আরও পড়ুন: ‘ভালোবাসা বয়স দেখে না…',২৬ বছরের ছোট মিলেনাকে বিয়ে করে ♒সাফাই সাহিলের
আরও পড়ুন: অনুপ জালোটার কাছে গান শিখতেন, গুরু-পত্নীকে বিয়ে করে𒊎ন এই গায়ক, বয়কট করে ইন্ডাস্ট্রি!
ডিজিটাল প্লাটফর্মের চাহিদা যতই থাকুক না কেন এই বিষয়ে কিন্তুꦗ একটু অন্যরকম মত পোষণ করলেন কিরণ রাও। শুক্রবার স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া দ্বারা আয়োজিত ইন্ডিয়ান স্ক্রিন রাইটার্স কনফারেন্স- এর সপ্তমতম সংস্করণে বক্তৃতা দিত🍬ে গিয়ে ‘লাপাতা লেডিস’ পরিচালক ডিজিটাল প্লাটফর্মকে নিয়ে কিছু ভিন্নমত পোষণ করেন।
কিরন রাও বলেন, ভারতের ওটিটি প্ল্যাটফর্মে আমরা যা দেখি আর বড় পর্দায় মুক্তিপ্রাপ্ত সিনেমায় যা দেখি তার মধ্যে কোনও পার্থক্য নেই খুব একটা। বিশ্ব পরিবর্তনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা আমার মতে পূরণ করা সম্ভব হয়নি হয়তো। আমার মনে হয়, স🏅াময়িকভাবে কিছু পরিবর্তন কিন্তু এটা বিবর্তন নয়।
আরও পড়ুন: ঋতাভরীর বেডরুমে উঁকি! নায়িকার স্বপ্নের বাড়ি ‘কেয়া পাতার নৌকা’, বিলাসবহুল অন্দরমহল দেখলে মাথ𓃲া ঘুরবে
কিরণ বলেন, এক দশক আগে যখন ভারতে ওটিটি শুরু হয়েছিল, তখন মানুষ অনেক বেশি মুক্ত এবং সৃজনশীল ছিল। সময়ের সাথে সাথে এখন তা অনেকটাই পাল্টে গেছে। ওটিটি একটা সোনার ডিমের মতো ছিল, যাকে ঘিরে প্রত্যেকে অনেক স্ඣবপ্ন দেখেছিল। আমি মনে করি এখনও অনেক গল্প বলার আছে, এখনো অনেক কিছু লেখার বাকি আছে।
ডিজিটাল প্লাটফর্মের জন্য স্ক্রিপ্ট লেখার প্রসঙ্গে আমি পত্নী বলেন, আমার কাছে মিনি সিরিজ সহ কয়েকটি সিরিজের ধারণা রয়েছে। তবে এগুলি ন✤িয়ে আদৌ সিরিজ তৈরি হবে কিনা সেটাও আমি জানি না। আমার মনে হচ্ছে আগামী দিনে এই লেখাগুলো নিয়ে আমি সিনেম♛া তৈরি করলে সেটাই ভালো হবে।