রাজনীতি, প্রেম, পরকীয়া এবং ঠকানোর সুতোয় জড়াতে চলেছেন কৌশিক সেন, অর্জুন চক্রবর্তী এবং অরুণিমা ঘোষ। আসছে অরিন্দম শীল পরিচালিত স�ꦗ�িরিজ সাহেব বিবি জোকার।
সাহেব, বিবি আর জোকারের ত্রিভুজ সম্পর্কের জটিল সম্পর্কের গল্প বলবে এই সিরিজ। আর তাতে পরতে পরতে জড়িয়ে যাবে রাজনীতি, যৌনতা এবং সম্পর্ক। গল্পে তিন মূল চরিত্র ছাড়াও দেখা যাবে একাধিক চরিত্রকে। আর এই প্রত্যেক চরিত্ররা যেন টাকা আর ক্ষমতার দাস। দুইয়ের কাছে সকলেরই অবস্থা বদলে𝐆 যায়।
🐎এই সিরিজে সাহেবের চরিত্রে অভিনয় করবেন কৌশিক সেন, অর্জুন চক্রবর্তী হবেন জোকার। এবং বিবির চরিত্রে দেখা যাবে অরুণিমা ঘোষকে। তাঁদের সঙ্গে এখানে অন্যান্য চরিত্রে দেখা যাবে অরিন্দম শীল, রুদ্রনীল ঘোষ এবং কমলেশ্বর মুখোপাধ্যায়কে। এই সিরিজ একটি নতুন ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে। ক্যামেলিয়া প্রোডাকশন হাউজের একটি নতুন OTT প্ল্যাটফর্ম আসতে চলেছে।
এই গল্পে দেখানো হবে নিপাট ভদ্রলোক হল সাহেব। সে কেবল ভদ্র নয়, বিনয়ী বটে। কিন্তু একই সঙ্গে সে ঠান্ডা মাথায় মানুষ খুন করার ক্ষমতা রাখে। তাঁর স্ত্রী হচ্ছে বিবি। যদিও বৈবাহিক সম্পর্ক ছাড়াও তিনি একটি 🅰পরকীয়ায় জড়িত। অন্যদিকে জোকার হল সাহেবের নতুন নিয়োগ করা হিসেব রক্ষক। সে তার পুরনো হিসেব রক্ষককে তাড়িয়ে এই নতুন ব্যক্তিকে কাজে রেখেছে। কাজে এসে এর সঙ্গেই একটি বিশেষ সম্পর্ক তৈরি হবে বিবির। তারা জড়িয়ে পড়বে সম্পর্কে। সাহেবের প্রেমিকার চরিত্রে থাকবেন প্রিয়াঙ্কা মণ্ডল।
আরও পড়ুন: ফেলুদার হাতে মোবাইল কেন📖? ট্রোলের জবাবে কী বললেন পরমব্রত-অরিন্দম
অন্যদিকে মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করবেন অরিন্দম শীল নিজেই। তার হযꦛ়েই কাজ করে সাহেব। সে মূলত বিপক্ষ দল থেকে লোক ভাঙিয়ে এনে ক্ষমতাসীন দলে জোগান দেয়। এই দলবদলুর চরিত্রে দেখা যাবে রুদ্রনীল ঘোষকে। তাঁর চরিত্রের নাম মতি মণ্ডল। সে প্রথমে বিপক্ষ দলের নেতা দিগম্বরের সম্পর্ক ছিল, পরে সে যোগ দেবে ক্ষমতাসীন দলে। এখানে দ🐼িগম্বরের চরিত্রে দেখা যাবে কমলেশ্বর মুখোপাধ্যায়কে।
এই সিরিজের গল্প কথক হিসেবে থাকবেন একজন পুলি🥃শ অফিসার। চলতি মাসের ২০ তারিখ থেকেই শুটিং শুরু হয়ে যাবে এই সিরিজের। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হবে শুটিং। শুভাশিস গুহ এই সিরিজের চিত্রনাট্য লিখেছেন, সঙ্গীতের দায়িত্বে আছেন বিক্রম ঘোষ।𒉰