এবার কুণাল ঘোষের তোপের মুখে পড়লেন অরিজিৎ সিং। আরজি কর কাণ্ড নিয়ে গান বাঁধতেই তাঁকে একপ্রকার তুলোধোনা করলেন তৃণম🉐ূলের মুখপাত্র। এমনকি তিনি কোনও হিন্দি বলয়ের ঘটনা নিয়ে কেন মুখ খোলেন না সেটা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়লেন না।
আরও পড়ুন: '১০ লাখের লটারি', ভাইঝি হওয়ার খবর পেতেই দাবি লাফটারসেনের! মজার ছলে সমꦇাজকে আয়না দেখালেন নিরঞ্জন
কী লিখেছেন কুণাল ঘোষ?
কুণাল ঘোষ এদিন তাঁর এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিতไ ছিল সেখানে অরিজিৎ সিংকে কটাক্ষ করে একটি পোস্ট করেন। লেখেন, 'অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভালো। তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি ♏যথাযথ, সমর্থন করি। কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়।'
তিনি কাজ নিয়েও বিঁধতে ছাড়েন না গায়ককে। লেখেন, 'মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না। বা সাক্ষী মালিকদের নিয়ে। কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দি জগত, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ?' প্রসঙ্গত অরিজিৎ সিং বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও একাধিক কাজ করেছেনౠ। দেশে বিদেশে ছড়িয়ে তাঁর অগণিত ভক্ত। জাতীয় পুরস্কার সহ ফিল্মফেয়ার পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে।
কী করেছেন অরিজিৎ সিং?
আরজি করের এই ঘটনা ঘটার পরই অরিজিৎ সিং তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানান এই ঘটনার দ্রুত বিচার না হলে তিনি পথে নামবেন। যদিও পরে তিনি তাঁর প্রোফাইল পꦬ্রাইভেট করে নিলে সেই পোস্ট আর দেখা যায় না। পরে তিনি সম্প্রতি একটি গান প্রকাশ করেছেন যেখানে তিনি গানের সুরে সুরে বিচার চেয়েছেন আরজি করের নির্যাতিতার হয়ে। গানটির নাম দিয়েছেন এই কবে? সুদূর ꦅমুম্বইতে বসেই শান তাঁর এই গান শেয়ার করেছেন।