দুর্গাপুজোর ঠিক মুখেই লগ্নজিতা চক্রবর্তীর বহুদিনের একটি ইচ্ছে পূরণ হল। আর সেই ইচ্ছেপূরণের কথা এদিন গায়িকা নিজেই সকলের সঙ্গে ভাগ করে নিলেন। কী জানালেন ত♏িনি?
আরও পড়ুন: আইফার মঞ্চে শাহরুখ ম্যাজিকের সামনে ফিকে ভিকির জলওয়া! ম🏅েরে মেহবুবে কিংয়ের নাচে মুগ্ধ নেটপাড়া
কী পোস্ট করলেন লগ্নজিতা চক্রবর্তী?
লগ্নজিতা চক্রবর্তীর বহুদিনের একটি ইচ্ছে ছিল যে তিনি স🔯বুজ ট্যাক্সিতে চড়বেন। কিন্তু অনেকের থেকে এই সবুজ ট্যাক্সির কথা জানলে বা ছবি দেখলেও নিজের কখনও চড়ার অভিজ্ঞতা হয়নি। অবশেষে তাঁর সেই ইচ্ছে পূরণ হল। এদিন তিনি যে কেবল সেই সবুজ ট্যাক্ꦿসি দেখলেন সেটাই নয়, চড়লেনও।
সেই সবুজ ট্যাক্সির একাধিক ছবি সহ নিজের এবং গাড়ির চালকের একটি ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে ফেলুদার স্টাইলে লেখেন, 'আছে আছে, আমার টেলিপ্যাথির জোর আছে। কবে থেকে ভাবছি সবাই রাস্তায় দেখতে পায়, আমি কেন পাই না। আজ ফাইনালি পেলাম। সবুজ ট্যাক্সি। আমার🐽 শহর কলকাতা।'
প্রসঙ্গত এই꧙ সবুজ ট্যাক্সি যাঁর তাঁꦺর নাম বাপি। তাঁর এই ট্যাক্সির বিশেষত্ব তাঁর ট্যাক্সি জুড়ে কেবল গাছ, ফুল আঁকা। এমনকি ট্যাক্সির ছাদে গাছ লাগানো।
আরও পড়ুন: কুণালের অনুরোধ, মহালয়ায় মꦓুক্তি পাবে না প্রান্তিক - রাজন্যার 'তিলোত্তমাদের গল্প'?
কে কী বলছেন?
লগ্নজিতা চক্রবর্তী এদিন এই ছবিগুলো পোস্ট করতেই অনেকেই তাতে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'আমি অনেক দিন আগে পর পর বেশ কবার দেখতে পেয়েছিলাম, এখন অনেক দিন পাইনি দেখতে।' আরেকজন লেখেন, 'এঁর সাথে দেখা করার খুব ইচ্ছে আমারও, কলকাতায় প্রতিদিন যাতায়াত কিন্তু এঁর দেখা পাই না।' তৃতীয় জন লেখেন, 𒆙'আরে করেছেন কী! আপনার telepathy কে তো কালচার করতে হচ্ছে মশাই! শুধু যে কাজেই ‘green’ তা নয়, দেখতে এবং গাছপালাতেও সমান ভাবে ‘green’।' যাঁর ট্যক্সিতে এদিন গায়িকা চড়েছিলেন সেই বাপি লগ্নজিতার পোস্টে মন্তব্য করে লেখেন, 'অন🦩েক অনেক ধন্যবাদ তোমাকে তোমার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগল। তোমার নতুন গান শোনার ইচ্ছে রইল ভালো থেকো।'