গত এপ্রিল মাসে দুই ব্যক্তি বাইকে করে এসে সলমন খানের বাড়ির সামনে প্রকাশ্যে গুলি চালিয়ে যান। তারপরই গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু হয়। ৬ ꦐজনকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। তারপর ধীরে ধীরে তদন্তে একাধিক তথ্য উঠে আসতে থাকে। আর সেখান🍌েই এবার আরও বেশ কিছু বিস্ফোরক তথ্য জানা গেল।
কী জানা গিয়েছে সলমনের বাড়ির সামনে গুলি চালানোর কেস নিয়ে?
পুলিশের তরফে যে চার্জশিট পেশ ক🌊রা হয়েছে সেখানে জানানো হয়েছে লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে অভিযুক্তদের। যোগাযোগ ছিল। শুধু তাই নয়। তিনি তাঁদের ৬ জনকে ২০ লাখ টাকা দিয়েছেন সলমনকে হত্যা করার জন্য। একই সঙ্গে জানা গিয়েছে তিনি তাঁদের বলেছিলেন যে ভাইজানকে মারতে পারলে তাঁরা ইতিহাস তৈরি করতে পারবেন।
প্রসঙ্গত মুম্বইয়ের স্পেশ্যাল কোর্টের তরফে একটি নন বেলেবেল ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই এবং রোহিত গোদেরার নামে। তবে বর্তমানে তাঁরা দুজন☂েই মুম্বইতে নেই। পালিয়েছেন। গত ২৭ জুলাই এই ওয়ারেন্ট বের করা হয়েছে।
আর কী জানা গিয়েছে এই কেসের বিষয়ে?
পুলিশের পেশ করা চার্জশিট থেকেই জানা গিয়েছে আনমোল ব🤪িষ্ণোই শুটার ভিকি গুপ্তা এবং সাগর পালকে বলেছিলেন তাঁরা যেন হেলমেট না পরে যান এবং ধূমপান করেন নিজেদের নির্ভীক প্রমাণ করতে। তাঁদের কথপোকথনের সেই অডিও ক্লিপ পেশ করা হয়েছে ক্রাইম ব্রাঞ্চের তরফে।
আরও পড়ুন: অগস্ট থেকেই শুরু ‘অমর সঙ্গী’র পথচল♌া! নীল-শ্যামৌপ্তির প্রেম কাহি🉐নির জন্য বন্ধ হচ্ছে কোন মেগা?
এছাড়া জানা গিয়েছে সিগন্যাল অ্যাপের মাধ্যমে আনমোল এই শুটারদের বলেছিলেন সলমনের বাড়ি তাক করে তাঁরা যেন একাধিকবার গুলি চালান। আনমোলের কথায়, 'এমন ভাবে গুলি করবে যাতে ভাই ভয় পায়। ধূমপান করবে যাতে সিসিটিভিতে তোমাদের নির্ভীক বলে মনে হয়।' এদিনের এই ঘটনার আগে ভিকি এবং সাগরের সিঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন আন💫মোল, এমনটাই൩ জানানো হয়েছে চার্জশিটে। এমনকি জেলে বন্দি লরেন্স বিষ্ণোইও নাকি শুটারদের সঙ্গে কথা বলেছেন, বুঝিয়েছেন তাঁরা সফল হলে তাঁরা নাকি ইতিহাস তৈরি করবেন। মিডিয়াতে আসবে তাঁদের নাম।
গত ১৪ এপ্রিল দুই ব্যক্তি বাইকে করে এসে সলমন খানের 🐷বাড়ির সামনে গুলি চালিয়ে যায়। সে🦄ই কেসের তদন্ত নেমে পুলিশ জানতে পারে বিষ্ণোই গ্যাং বহুদিন ধরেই ভাইজানকে খুন করার ছক কষছে। এমনকি পাকিস্তান থেকে বন্দুক আনানো হয়েছে। তৈরি করা হয়েছে খুনের ব্লুপ্রিন্ট।