✨ ২০২৪ এর শুরুতেই নক্ষত্রপতন। ৯ জানুয়ারি চলে গেলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খান। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে গানের জগতে। অনেক শিল্পীরাই শোক প্রকাশ করেছেন। বাদ গেলেন না প্রাক্তন রেডিও জকি তথা বাচিকশিল্পী মীর আফসার আলি।
রাশিদ খানের মৃত্যুর পর কী লিখলেন মীর?
ꦬএদিন মীর একটি অদেখা ভিডিয়ো পোস্ট করেন। রাশিদ খানের মৃত্যুর পরই তাঁর সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতিতে ডুব দেন তিনি। মীরের পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি রিয়েলিটি শোয়ের শুট চলাকালীন সেখানে নিজের হাতে বিরিয়ানি বানিয়ে নিয়ে এসেছেন উস্তাদ রাশিদ খান। বিরিয়ানির হাঁড়ি থেকে নিজেই সবাইকে বিরিয়ানি পরিবেশন করে খাওয়াচ্ছেন। প্রথম থালায় বিরিয়ানি বেড়েই তিনি মীরকে সেটা দিয়ে বলেন, 'এটা তোমার।'
আরও পড়ুন: ౠহামাস হামলায় গাজায় গুরুতর আহত ফাউদা খ্যাত অভিনেতা ইদান আমেদি, এখন কেমন আছেন?
💎মীর এই ভিডিয়োটি পোস্ট করে লেখেন, 'উস্তাদজির ভালোবাসা আর ওঁর নিজের হাতে বানানো বিরিয়ানি। আমি অত্যন্ত ভাগ্যবান যে আমি দুটোরই স্বাদ পেয়েছি। আমি শোক জ্ঞাপন করব না। আমি বরং ওঁর সঙ্গে কাটানো সময়টা মনে করব, সেটাকে উদযাপন করব।'
কে কী বলছেন?
ღঅনেকেই তাঁর পোস্টে মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'সত্যি একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'বছরের শুরুতেই একটা ইন্দ্রপতন।'
কী হয়েছিল রাশিদ খানের?
𝕴বহুদিন ধরেই রাশিদ খানের ক্যানসারের চিকিৎসা চলছিল। তাঁর প্রস্ট্রেট ক্যানসার হয়েছিল। সেখান থেকে সংক্রমণ ছড়িয়ে পড়লে শহরের বাইরে নিয়ে গিয়ে তাঁর বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয়। এরপর থেকেই বছর ৫৫ এর এই শিল্পীর একটার পর একটা সমস্যা দেখা দিয়ে থাকে। হামেশাই তাঁর প্লেটলেট নেমে যেত। এরপর ২১ নভেম্বর তাঁর স্ট্রোক হওয়ায় স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশেষে সেখানেই ৯ জানুয়ারি শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।