🐲 সালটা ২০১৪। নভেম্বর মাস। স্টার জলসার পর্দায় শুরু হয়েছিল নতুন ধারাবাহিক ঠিক যেন লাভ স্টোরি। নতুন দুই মুখের রসায়ন থেকে ধারাবাহিকের টাইটেল ট্র্যাক দারুণ ভাবে নজর কেড়েছিল। আর সেই সিরিয়ালে প্রথমবার একসঙ্গে দেখা যায় নীল ভট্টাচার্য এবং স্বৈরিতি বন্দ্যোপাধ্যায়কে। কাট টু। ২০২৫। আবারও এক মেগায় দেখা যাচ্ছে দুজনকে। কিন্তু তার মাঝে এমন কী ঘটল যে দর্শকদের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে যে দুজনকে কি আবারও কোনও মেগার মুখ্য ভূমিকায় দেখা যাবে?
আরও পড়ুন: ♊'কাল একটা বড় দিন আমার জন্য' রান্নাবাটির শ্যুটিং শুরু করেও চালচিত্র নিয়ে কোন আপডেট দিলেন প্রতীম?
কী ঘটেছে?
🧸বর্তমানে নীল ভট্টাচার্য এবং শ্যামৌপ্তি মুদলিকে অমর সঙ্গী ধারাবাহিকে দেখা যাচ্ছে। জি বাংলার সেই মেগায় একটি চরিত্রে রয়েছেন স্বৈরিতি বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু এবার তাঁদের একসঙ্গে একটি রিলে দেখা গেল। দুজন মিল দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত পরাণ যায় জ্বলিয়া রে ছবির স্বপ্ন নীল গানে নাচছেন। সঙ্গে নেই অমর সঙ্গীর নায়িকা। সেটা দেখেই অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে তবে কি তাঁদের আবার একসঙ্গে কোনও ধারাবাহিকে দেখা যাবে? যদিও এখনও পর্যন্ত এমন কিছুই শোনা যায়নি। তবে এই জুটিকে দর্শকরা যে আবারও একসঙ্গে দেখতে চান সেটা বলার অপেক্ষা রাখে না।
কে কী বলছেন?
𓆏এক ব্যক্তি লেখেন, 'তোমাদের জুটিটা যে কী পছন্দের কী বলি!' আরেকজন লেখেন, 'তোমাদের আবারও একসঙ্গে দেখা যাবে?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আপনাদের একসঙ্গে ভীষণ ভালো মানায়।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'আপনারা এখানে নীল আর স্বৈরিতিকে দেখছেন। আর আমি দেখছি রাজ এবং বিপাশাকে।' এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, অমর সঙ্গী ধারাবাহিকে নীলের চরিত্রের নাম রাজ আর স্বৈরিতির চরিত্রের নাম বিপাশা।
𒉰প্রসঙ্গত ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৫ সালের নভেম্বর মাস পর্যন্ত চলেছিল ঠিক যেন লাভ স্টোরি। বর্তমানে জি বাংলায় দেখা যায় অমর সঙ্গী।