অবৈধ বিয়ের মামলায় কারাবন্দি পাকিস্তানের প্রাক্তন🐷 প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির। তাঁদের দোষী সাব্যস্ত করার জন্য, তাঁরা এই রায়ের বিরুদ্ধে একটি আপিল করেছিলেন। বুধবার অর্থাৎ আজ ইসলামাবাদের আদালতে তার রায় ঘো😼ষণার কথা ছিল। কিন্তু আজ বিচারক রায় ঘোষণা করেননি।
৭১ বছর বয়সী ইমরান ও তাঁর ৪৯ বছর বয়সী স্ত্রী বুশরা বিবিকে অবৈধ বিয়ের মামলায় ফেব্রুয়🉐ারিতে সাত বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। ইসলাম মতে, একজন মহিলার স্বামীর মৃত্যুর পর বা বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয় বার বিয়ে করার আগে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করার বাধ্যতামূলক সময়। কিন্তু দাবি করা হয়, বুশরা বিবি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা নꦐা করেই বিয়ে করে ফেলেছেন।
তাঁর প্রাক্তন স্বামী খাওয়ার মানেকা ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে ২০২৩ সালের নভেম্বর মাসে এই মর্মে একটি মামলাটি দায়ের করেন। তিনি অভিযোগ করেন, যে বুশরা বিবি বাধ্যতামূ🌃লক অপেক্ষার সময়কাল অতিবাহিত হওয়ার আগেই বিয়ে করেছিলেন ইমরানকে। তাই তাঁদের বিয়ে বৈধ নয়। তাঁদের বিয়ে বাতিল ঘোষণা করার জন্য তিনি আদালতে আর্জি জানান।
তাঁর সেই অভিযোগের ভিত্তিতে, ইমরান খান ও বুশরা বিবির কারাদন্ড হয়। তবে দম্পতি ইসলামাবাদ জেলা🍃 ও দায়রা আদালতে এই রায়🎃কে চ্যালেঞ্জ করেছিলেন।
আজ তাঁদের আপিল নিয়ে রায় 🍌ঘোষণার কথা ছিল। কিন্তু তার পরিবর্তে বিচারক আরজুমান্দ জানান, যে অভিযোগকারীর আপত্তির কারণে মামলাটি হস্তান্তর করা হবে। পাশাপাশি তিনি এই মামলা থেকে সরে দাඣঁড়ানোর কথাও বলেন।
বিচারক বিচারসভা থেকে বেরনোর পর মানেকাকে আদালত থেকে বেরিয়ে গিয়ে ইমরান খানের আইনজীবীকে আক্র🌼মণ করেন বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত লোকজন মানেকাকে কোনক্রমে টেনে সরিয়ে আনলে আইনজীবী পড়ে যান। আর তারপর আর এই রায় জানা যায়নি।
পাশাপ💎াশি, ইমরানের তেহরিক-ই-ইনসাফ দলও জানিয়েছেন, অভিযোগকারীর আস্থার ঘাটতি দেখা 𝓀দেওয়ার কারণেই বিচারক মামলা থেকে সরে এসেছেন।