নুসরত জাহান বিভিন্ন সময় বিভিন্ন কারণে কটাক্ষের শিকার হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এদিন একেবারেই একটা অন্য রকম করণের জন্য তাঁকে নিয়ে হাসাহাসির ধুম পড়েছে নেট মাধ্যমে। কিন্তু কী করেছেন তিনি? এদিন অভিনেত্রী একটি ওরাংওটাংকে কꦐোলে নিয়ে ছবি পোস্ট করেছিলেন। আর তাঁদের সেই ছবি দেখেই ট্রোলে মন দিয়েছে নেটিজেনরা।
নুসরত জাহানের নতুন পোস্ট
নুসরত জাহান এদিন যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রীর পরনে সাদা টিশার্ট। আর তাঁর কোলে তাঁরই গলা জড়িয়ে রয়েছে একটি আস্ত ওরাংওটাং! সেটার পরনে আবার সবুজ রঙের জামা। অভিন𝐆েত্রীর গালে গাল ঠেকিয়ে আদরে আদরে ভরিয়ে তুলছে ๊সে। নুসরত জাহানও এই ওরাংওটাংয়ের দুষ্টুমি বেশ মন ভরে উপভোগ করছিলেন। আর সেই মুহূর্তের ভিডিয়োই এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
আরও পড়ুন: চঞ্চল তুলির টানে যেন অღপরূপা লগ্নজিতা, মুগ্ধ𒅌 গায়িকা লিখলেন, 'জীবনে অনেক কিছু পেয়েছি, কিন্তু...'
আরও পড়ুন: 'মা - বাবা বাড়িতে না থাকলেই...' ছোট💫বেলায় আত্মীয়ের হাতে যৌন হেনস্থার শিকার হন সুদীপ!
আরও একটি ছবি পোস্ট করেন তিনি যেখানে তাঁদের দুজনকেই ক্যামেরা দেখে হাসতে দেখা যাচ্ছে। সেই ছবি পোস্ট করে নুসরত লেখেন, 'রবিবার সবার খুব ভালো কাটুক। অনেক চুমু আর ভালোবাসা পাঠালাম।' আর তিনি এই ছবি এবং ভিডিয়ো পোস্🌟ট করতেই শুরু হয়েছে কটাক্ষের ধুম।
কে কী লিখলেন?
এক ব্যক্তি নুসরত জাহানের এই ভিডিয়ো দেখে মজা তো করেনই সঙ্গে আবার এক অদ্ভুত মন্তব্যও করে বসেন। সেই বꦕꦜ্যক্তি লেখেন, 'দুজনের ঠোঁটই তো একই রকম!' আরেকজন লেখেন, 'দুজনকেই একই রকম দেখতে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'সেম সেম কিন্তু ডিফারেন্ট।'
প্রসঙ্গত নুসরত জাহান গত লোকসভা কেন্দ্রে বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন। এমনকি বিপুল ভোটে জিতেছিলেন। কিন্তু এবার এর তাঁকে প্রার্থী করা হয়নি। সন্দেশখালি কাণ্ডে সেখানকার পাশে না দাঁড়ানোর অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে। এবার প্রার্থী না হওয়ার পাশাপাশি কোনও প্রার্থীর হয়ে তাঁকে ভোটের প্রচা⭕রেও দেখা যাচ্ছে না। নুসরত জাহানকে শেষবার যশ দাশไগুপ্তর সঙ্গে সেন্টিমেন্টাল ছবিতে দেখা গিয়েছিল।