অস্কার, সিনেমা জগতের সবথেকে দামী পুরস্কার এটি। এই পুরস্কারের জন্য মনোনীত হওয়া অথবা এই পুরস্কার জিতে নেওয়ার জন্য🌜 প্রতিবছর অক্লান্ত পরিশ্রম করেন পরিচালক, প্রযোজক, সংগীত পরিচালক, অভিনেতা-অভিনেত্রী বা গায়ক সকলেই। চলতি বছর অস্কারে মনোনীত🃏 হয়েছে ‘লাপাতা লেডিস’, যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ পরিচালক পায়েল কাপাডিয়া।
সম্প্রতি হিন্দুস্তান টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে পায🐼়েল বলেন, ‘আমি সত্যিই ভীষন খুশি লাপাতা লেডিস অস্কারের জন্য মনোনীত হয়েছে বলে। এই সিনেমাটি থেকে অনেক কিছু শেখা যায়। আমি 𓄧যে সিনেমাটি তৈরি করেছিলাম সেই সিনেমাটি তৈরি করতে প্রায় ৫ বছর লেগে গিয়েছিল। আমার কাছে কোনও অর্থ ছিল না, অর্থ সংগ্রহ করতেই অনেক বছর লেগে যায়। সিনেমাটি যে আমি তৈরি করতে পেরেছি সেটাই আমার কাছে বড় উৎসব।’
(আরও পড়ুন: রাজর্ষির ট্র্যাক 'চুরি' বলিউডের জনপ্রিয় মিউজিক লেবেলের! কাজলের 'দো পাত্তি'র নির্মাতাদের বিরু♎⛎দ্ধে অভিযোগ শিল্পীর)
কান চলচ্চিত্র উৎসবে যে স🌠িনেমাটি সম্মান পায়, এই সিনেমাটি কেন অস্কারের জন্য মনোনীত হয় না? এই প্রশ্নের উত্তরে পায়েল বলেন, ‘যখন অস্কারের মনোনয়ন নিয়ে ঘোষণা করা হয় তখন অনেকের বক্তব্য ছিল হলিউডের লবিংয়ের জন্য যে অর্থ প্রয়োজন সেই অর্থ রয়েছে আমির খানের কাছে। এটিই হয়তো অস্কারের দৌড়ের জন্য গুরুত্বপূর্ণ।’
ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সেরা বিদেশি সিনেমার ক্যাটাগরিতে পাঠানো হয়েছে কিরণ রাও পরিচালিত এবং আমির খান প্রযোজিত ‘লাপাতা লেডিস’ সিনেমাটিকে। তবে আমির খানের এই সিনেমাটি মনোনীত হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনদের একা🐈ংশ। অনেকের মতে, ‘লাপাতা লেডিস’-এর বদলে অস্কারের জন্য পাঠানো উচিত ছিল পায়েল কাপাডিয়ার সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’কে।
(আরও পড়ুন: কলকাতার ফুটপাতে মুক্তি পেল 'মন পতঙ্গ' ট্রেল𒅌ার, অংশ নিলেন ফুটপাতের বাসিন্দারা)
অল ওই ইমাজিন অ্যাজ লাইট সিনেমার গল্প
এই সিনেমাটি মুম্বাইয়ে থাকা দুই নার্সের গল্প নিয়ে তৈরি করা হয়, যারা সংসারের চাপে বিরক্ত হয়ে রোড ট্রিপে বেরিয়ে পড়েন। কিন্তু রোড ট্রিপে তাঁদের সঙ্গে ঘটতে থাকে একের পর এক ঘটনা। সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কাণি কুস্রুতি, দিব্যা প্রভা এবং ছায়া কদম। প্রসঙ্গত, ২০২৪ সালের কান চলচ্চিত্র উৎসবে গ্র্যান💎্ড পিক্স জিতেছে এই সিনেমাটি। সিনেমাটি ভারতে মুক্তি পাবে আগামী ২২ নভেম্বর।