আগেকার মতো এখন আর বছরের পর বছর ধরে একটি ধারাবাহিক চলে না। ৭-৮ বছর তো দূরের কথা, কখনও কখনও এক বছর পার করতেইℱ হিমসিম খেয়ে যায় কিছু ধারাবাহিক। সেখানে ফুলকি দেখতে দেখতে ৫০০ পর্ব পেরিয়ে গেল। অর্থাৎ প্রায় দেড় বছর হতে চলল সিরিয়ালের বয়স। এমন অবস্থায় কী জানালেন দিব্যাণী এবং অভিষেক?
ফুলকি ধারাবাহিকের ৫০০ পর্ব পার
এদিন ফুলকি ধারাবাহিকের সেটে কেক কেটে উদযাপন চলে ৫০০ পর্ব পার করার। হাজির ছিলেন সমস্ত কলাকুশীরা। সেখানেই ফুলকি অর্থাৎ দিব্যাণী মন্ডল জানান তাঁর অভিজ্ঞতার কথা। তিনি এবিপি আনন্দকে একটি সাক্ষাৎকারে বলেন, 'এই সে♕টে প্রথমদিন যখন এসেছিলাম খুব টেনশন হচ্ছিল। ভাবছিলাম কী হবে না হবে। অনেক চিন্তা ছিল তখন মাথায়। কিন্তু আজ আর সেই চিন্তাটা নেই। এটা এখন বিয়ে বাড়ির মতো গিয়ে গিয়েছে। সবাই একসঙ্গে থাকি একান্নবর্তী পরিবারের মতো। সারাক𓆏্ষণ খাওয়া দাওয়া চলছে। আবার হ্যাঁ, এটাও ঠিক যে দায়িত্ববোধও আছে।' প্রসঙ্গত এটা দিব্যাণী মন্ডলের প্রথম ধারাবাহিক।
আরও পড়ুন: 'অ্যাকশন বললেই একটা...' পর্দায় মা কালী থেকে দুর্গা সবই হয়েছেন, কখনও কিছু অতꦏিপ𓃲্রাকৃত অনুভব করেছেন পায়েল?
অন্যদিকে অভিষেক বসু অর্থাৎ পর্দার রোহিত জানান, 'এখানে আমরা সবাই একটা টিম হয়ে কাজ করি। কোথা🥃ও কিছু ভুল হলে সেটা একে অন্যকে আমরা ধরিয়ে দিই। ভুল যেন আমাদের সবার বন্ডিꦍংকে আরও শক্তিশালী করেছে। আবার আমাদের সবাইকে ভালো কাজ করতেও সাহায্য করেছে।'
প্রসঙ্গত এদিন ৫০০ পর্ব পর্ব উদযাপনের জন্য আলাদা করে মঞ্চ তৈরি করা হয়েছিল। সেখানেই কেক কাটা হয়। চলে দেদ🧸ার খাওয়া দাওয়া। গোটা টিমের মধ্যেই যেন একটা আলাদা উচ্ছ্বাস আনন্দ দেখা যায় এদিন। আর সেই মঞ্চ থেকেই পর্দার ফুলকি জানান তিনি চান এই সিরিয়াল🍌 ৫০০ কেন, ১০০০, ১৫০০ পর্ব পেরিয়ে যাক।