দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে ১২৫টিরও বেশি হিন্দি সিনেমায় সংগীত পরিচালন🐈া করা প্রীতম চক্রবর্তী অসংখ্য পুরস্কার পেয়েছেন। তবে আজ সুরকার হিসাবে তাঁর একটি বিশেষ দিন, কারণ তিনি তাঁর প্রথম জাতীয় চলচ্♏চিত্র পুরষ্কার জিতলেন।
ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা (২০২২)-এ তাঁর সাউন্ডট্র্যাক সঙ্গীত অনুরাগীদের আকৃষ্ট করেছিল। এতটাই যে কেশরিয়া এবং দেবা দেবার মতো গানগুলি এখনও উদযাপিত হতে থাকে। প্রীতম বলেন, 'এটা খুবই স্পেশা🦄ল অনুভূতি। আমি বিচারকদের কাছে কৃতজ্ঞ'।
তিনি আরও বলেন, ‘আমার প্রতি সমর্থন ও আস্থা রাখার জন্য আমি নির্মাতা এবং সিনেমাটির সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তবে সবচে♈য়ে বড় কথা, আমাদের গানের প্রতি দর্শকদের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ।’
মজার বিষয় হল, গায়ক অরিজিৎ সিং, ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান - শিবা (২০২২) চলচ্চিত্রের কেশরিয়া গানের জন্য সেরা গায়ক হিসাবে জাতীয🃏় চলচ্চিত্র পুরস্কারও জিতেছিলেন।
৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে সোমবার। ২০২২ সালে নির্মিত সেরা চলচ্চিত্রগুলোকে এই পুরস্কার দেওয়া হয়, এছাড়াও সারা দেশের অভিনেতা ও কলাকুশলীদের আমন্ত্রন করা হয় এই অনুষ্ঠানে। ঋষভ শেঠি এবং নিত্যা মেনেন সেরা অভিনেতার পুরষ্কার জেতা থেকে শুরু করে মালয়ালম চলচ্চিত্র আট্টম সেরা চলচ্চিত্র জিতেছে। ব্রহ্মাস্ত্র পার্ট ১ এবং পোন্নিয়িন সেলভান পার্ট ১ কয়েকটি মূল বিভাগে জিতেছে, যা সার♏♍া ভারত থেকে সিনেমা উদযাপন করার জন্য ছিল।
আরও পড়ুন: (জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিশেষ সম্মান মনোজ বাজপেয়ীকে, খুশিতে আত্মহারা ‘গুলমোহর’-এর অভ�🍸�িনেতা)
শুক্রবার ঘোষিত𒅌 'কানতারা' ছবির জন্য ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার জেতা ঋষভ শেঠি বলেন, ‘সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পাওয়া গর্বের। এই স্বীকৃতি শুধু আমার নয়, এটি কন্নড় সিনেমার চেতনা এবং আমাদের সংস্কৃত♛িকে সংজ্ঞায়িত করে এমন সমৃদ্ধ গল্পের জয়।’
আরও পড়ুন: (‘মিঠিঝোরা’র ‘রাই’য়ের স্বপ্নপূরণ! মা বাবাকে নি��য়ে নতুন বাড়িতে প্রবেশ আ𒐪রাত্রিকার)
অপরদিকে, আজ ৭০তম জাতীয় পুরস্কার ঘোষণার পর আমাদের সঙ্গে কথা বলার সময় মানসী পারেখ তাঁর উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি। ২০২৩ সালের গুজরাটি ছবি 'কচ্ছ এক্সপ্রেস'-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী এইচটি সিটিকে বলেন, 'আমি আমার নতুন ছবির শুটিং করছি, 💙এবং আনন্দ তিওয়ারির কাছ থেকে একটি বার্তা পেয়েছি 'জাতীয় পুরষ্কারের জন্য অভিনন্দন' আমি চিৎকার করে বলেছিলাম, ‘কী! তিনিই সেই ব্যক্তি যিনি আমাকে খবরটি দিয়েছিলেন। আমি এখনও এটি ভেতরে তৈরি করছি, আমি এটি বিশ্বাস করতে পারছি না।’