﷽ ‘জাস্টিস ফর আর জি কর’ স্লোগান তুলে শুরু হয়েছিল আন্দোলন। আরজি কর থেকে জুনিয়র ডাক্তারদের সেই আন্দোলন ছড়িয়ে পড়েছিল গোটা রাজ্য তথা দেশের মানুষদের মধ্যে, এমনকি বিদেশের মাটিতেও। স্বাস্থ্যভবন থেকে অবস্থান বিক্ষোভ উঠলেও জুনিয়র ডাক্তারদের আন্দোলন কিন্তু এখনও চলছে। আর এই আন্দোলন যে এখনই বন্ধ হবে না, তা এরাজ্যের জুনিয়র ডাক্তারদের তরফে সম্প্রতি বিবৃতি দিয়ে স্পষ্ট করা হয়েছে। বলা হয়েছে, 'বিচার না পাওয়া অবধি আমাদের আন্দোলন চলবে এবং প্রয়োজনে তীব্রতর হবে।'
꧑ তবে আন্দোলন তো চলছে, কিন্তু তাহলে পড়াশোনা? আর তাই আরজি করের ধর্না মঞ্চেই শুরু হয়েছে পড়াশোনা। আর সেই ছবি পোস্ট করেছেন আন্দোলনের অন্যতম মুখ, চিকিৎসক, অভিনেতা কিঞ্জল নন্দা। RG করের ধর্না মঞ্চে ছাত্রছাত্রীদের ক্লাস করার ছবি পোস্ট করে কিঞ্জল লিখেছেন, ‘ধর্না মঞ্চেই শুরু হয়েছে আমাদের class,ug students দের। ওরা জানাল দাদা,আমরা পড়াশোনাও করব,আন্দোলন ও করব। ওরাই তো আগামীর ডাক্তার।’ এই ক্যাপশানের সঙ্গে দুটি ভালোবাসা ইমোজিও জুড়ে দিয়েছেন কিঞ্জল নন্দা।