মাত্র একদিন আগেই সাইবার ক্রাইমের শিকার হতে বসেছিলেন রণজয় বিষ্ণু। নিজেই সেই কথা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে জানিয়েছেন। এবার প্রতারণার জালে পড়তে যাচ্ছিলেন ছোট পর্দার আরেক পরিচিত মুখ রাহুল দেব বসু। কিন্তু কী ঘটেছে তাঁর সঙ্গে? কী জানালেন অভিওনেতা?
আরও পড়ুন: আলিবাগের স্বপ্নের বাড়ি 🥃ঘুরিয়ে দেখালেন বিরাট, ১২ মাসের সফর তুলে ধরলেন ভিডিয়োতে, দেখুন
সাইবার প্রতারণার খপ্পরে রাহুল দেব বসু
রাহুল দেব বসু এদিন তাঁর সোশ্যাল মিডিওয়ায় একাধিক স্ক্রিনশট পোস্ট করেন। সেখানে তাঁকে ঝিলমিল বসু নামক এক মহিলার চ্যাটের স্ক্রিনশট পোস্ট করতে দেখা গিয়েছে। এই পোস্টের সঙ্গে ক্যাপশনে রাহুল লেখেন, 'দয়া করে সবাই সাবধান হন। কেউ যদি আপনাকে কোনও আর্ট কনটেস্টে যোগ দেওয়ার বা ভোট দেওয়ার জন্য মেসেজ করে সতর্ক হয়ে যান। আপনি যখনই সেই লিঙ্কে ক্লিক করবেন দেখবেন ওঁরা আপনার লগইন ডিটেল চাইবে। তারপর আবার OTP চাইবে ভোট কনফার্ম করার জন্য। একবার আপনার অ্যাকাউন্টের অ্যাকসেস পেয়ে গেলে আবার আপনার কোনও বন্ধুকে মেসেজ করবে।'
রাহুল তাঁর পোস্টে আরও লেখেন, 'আমি প্রায় এই ফাঁদে পা দিয়ে ফেলেছিলাম। আপনার কোনও বন্ধুর অ্🙈যাকাউন্ট হ্যাক হয়ে থাকলে আপনার কাছেও মেসে𒅌জ আসবে এমন। তাই সতর্ক থাকুন। কথাটা ছড়িয়ে দিন। আমি ঝিলমিল বসুর থেকে এই মেসেজ পেয়েছি। আমি কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছি।'
প্রসঙ্গত গতকাল প্রায় একই রকম 🦩ভাবে একটি সতর্কতামূলক পোস্ট করেন রণজয় বিষ্ণু। জানান তাঁকে এমন ভুয়ো কল করে অ্যাপ ডাউনলোড করতে বলছে। তিনিও গোটা বিষয় নিয়ে ভক্তদের সতর্ক করেছেন। নিজের সেই ভඣিডিয়োর শেষে রণজয় ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, 'এমন কোনও ঘটনা ঘটলে ভয় পাবেন না কেউ। কোনও OTP কাউকে দেবেন না। কোনও ভুলভাল অজানা লিঙ্কে ক্লিক করবেন না। আর এরম কল চলাকালীন কিছু ডাউনলোড করবেন না। ওরা কিন্তু বসেই আছে আপনার ক্ষতি করার জন্য। আমি যা যা পদক্ষেপ নেওয়ার নিচ্ছি। কথা বলেছি। আপনারাও সবাই সতর্ক থাকুন।'