চলতি বছরের জানুয়ারি মাসে মুক্তি পেয়েছে এক রুকা হুয়া ফ্যায়সলা ছবির উপর ভিত্তি করে বানানো সত্যি বলে সত্যি কিছু নেই। এদিন সেই ছবির প্র📖শংসা করতে গিয়ে রাজা চন্দ সেই ছবিকে ঘটিয়া বলে দাবি করলেন। প্রতিক্রিয়ায় কী বললেন সৃজিত?
আরও পড়ুন: 'গানের বিট লি🌳খে সেটাকে...', পূজাকে নাচ তোলানো থেকে নিখুঁত পারফরমেন্সের রহস্য ফাঁস! কী বললেন শুভশ্রী-যিশুরা?
আরও পড়ুন: 'গণতা༺ন্ত্রিকভাবে ধাপে ধাপে শিল্পীকে খুন করার পদ্ধতি', বিতর্কের আগুনে ঘি! ফের বিস্ফোরক পোস্ট কুণালের
সত্যি বলে সত্যি কিছু নেই নিয়ে কী লিখলেন রাজা চন্দ?
এদিন রাজা চন্দ সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটির রিভিউ লিখতে গিয়ে লেখেন, 'তখনও জানতাম না উনি ছিনিয়ে নিতে এসেছেন সদর দরজার চাবিকাঠি! পা রাখলেন শুধু অটোগ্রাফ দিতে নয়, নিজের ছাপ রাখতেও। আলাপ হেমলকের সময় সেই স্মৃতি আজও মাথায় কিলবিল করছে। যদিও হেমলক না বলেছিলেন চিরদিনই তুমি যে আমার নও সে নাহয় নাই বা হলাম, তবুও আনন্দ করলাম নামটা শুনে। কিন্তু এই লেখা সেসব স্মৃতিচারণ করতে নয়, সত্যি বলে সত্যি কিছু নেই বাংলা চলচ্চিত্র জগৎকে কতটা সমৃদ্ধ করে এ কথা কিন্তু জোর গলায় বলতেই কলম তুললাম আজ।' তিনি এদিন আরও লেখেন, 'দর্শকের ভালো লাগা, পরিচালককে দরাজ সার্টিফিকেট দেওয়া এসব নিয়ে আমার বক্তব্য জানি কেউ গুরুত্ব দেবেন না, কিন্তু এই ছবির সবচেয়ে বড় সমস্যার কথা হল ছবিতে যাঁরা অভিনয় করছেন তাঁদের তারিফ করতে গেলেই দেখি পরিচালককে তারিফ করে ফ𓂃েলছি। পরিচালক পাশে এসে দাঁড়াচ্ছেন, আজব সিনেমা তো, প্রতিটা ফ্রেমে পরিচালককে দেখতে পাচ্ছি। মাথার খালি জমিতে টুকরো টুকরো প্রতিটা মানুষ এসে বসতি বানিয়েছে, একে অপরের চেনা, কেউ বা বন্ধু কেউ শত্রু। করোটিতে একটা ছোট্ট পাড়া, সেখানে লোডশেডিং হলেই নেমে আসে মানুষ পথে, চায়ের ভাঁড়ে তুফান তোলে, হঠাৎ অশান্তি হলেই একে অপরকে দেখে নেবে বলে শাসায় তারপরে একে অপরের জন্যেই বোকাগুলো কেঁদে ভাষায়, একটা ঘটিয়া সিনেমা বলতে যা বোঝায় সেটাই হল এই সিনেমা, তবুও বাংলার গল্পকে এই সিনেমা নিয়ে গেছে আন্তর্জাতিক স্তরে। মুখার্জিদা জানতাম আপনিই পারবেন এরকম একটা জবাব দিতে চোখে চোখ রেখে। লেখাটা অনেকদিন ধরে পেটের মধ্যে গুড়গুড় করছিল আজ স্বস্তি।'
শুধু তাই নয় তিনি এদিন সৃজ༺িতের আসন্ন ছবি কিলবিল সোসাইটির জন্যও শুভেচ্ছা জানান। লেখেন, 'অনেক শুভেচ্ছা রইলো কিলবিলের জন্যে।'
আরও পড়ুন: সন্টুর পর꧑ এবার না ফেরার দেশে চিকু! কী হয়েছিল এই সেলিব্র𓆉িটি সারমেয়র?
কী জবাব দিলেন সৃজিত?
এদিন সৃজিত মুখোপাধ্যায় রাজা চন্দের এই পোস্টের জবাবে লেখেন, 'ত🧸োমার মন তোমার লেখা গানের মতোই দরাজ।'