মুক্তি পেল মিস্টার অ্যান্ডি মিসেস মাহি। ধোনি: দ্য আনটোল্ড স্টোরি-র পর এর আগে ক্রিকেট নিয়ে সিনেমা সেভাবে চলেনি। এমনকী, ৮৩-র ভরাডুবি হয়। তবে দেখা যাচ্ছে, মিস্টার অ্য়ান্ড মিসেস মাহি-র ক্ষেত্রে বদলে যেতে পারে সব হিসেব। জাহ্নবী কাপুরের ২০২৪ সালের প্রথম মুক্তি এই সিনেমা। রোমান্টিক স্পোর্টস ড্রামায় তাঁর সঙ্গে আছেন রাজকুমার রাও। পিঙ্কভিলার রিপোর্ট অনুযায়ী ছবিটি ফাইটার, বড়🅘ে মিয়াঁ ছোটে মিয়াঁ-সহ এবং🅺 ২০২৪ সালের অন্যান্য মুক্তিপ্রাপ্ত ছবিগুলিকে টপকে গিয়েছে অগ্রিম বুকিংয়ের হিসেবে।
মিস্টার অ্যান্ড মিসেস মাহি-র অগ্রিম বুকিং:
রাজকু✨মার-জাহ্নবীর ছবিটি এখনও পর্যন্ত সবচেয়ে বেশি প্রি বুকিং পেল ২০২৪ সালের নিরিখে। ছবি হলে আসার আগেই ২.১৫ লাখ টাকা সংগ্রহ করেছে। রিপোর্টে বলা হয়ে🌄ছে, মিস্টার অ্যান্ড মিসেস মাহি প্রথম দিনে ৬ কোটি থেকে ৮ কোটি টাকা দিয়ে শুরু করবে বক্স অফিসের যাত্রা।
এরপরেই আছে ফাইটার। হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোনের সিনেমার &nbs♋p;অগ্রিম বুকিং ছিল ১.৪৫ লাখের। আর্টিকেল ৩৭০-র ক্ষেত্রে তা ছিল ১.২৫ লাখ। এরপর অক্ষয়ꦰ কুমারের বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ, মাত্র ১.০৩ লাখ প্রি-বুকিং হয়েছিল অক্ষয় কুমার-টাইগার শ্রফের সিনেমার।
আরও পড়ুন: গায়ক থেকে সোজা শেফ! 𒁃রান্নাঘরে ফ্রাইং প্যানে সুস্বাদু রান্না 🧜অরিজিতের, কী বানালেন
দেখুন পুরো তালিকা:-
মিস্টার অ্যান্ড মিসেস মাহি সিনেমা সম্পর্কে
'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' ছবিতে মহেন্দ্র আগরওয়াল ও মহিমা আগরওয়াল নামে এক বিবাহিত দম্পতির গল্প তুলে ধরা হয়েছে। এই জুটি-র ডাক নাম মাহি, যা ভারতীয় ক্রিকেট দলের প্র🥀াক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে জড়িত। ছবিতে মহেন্দ্রর ক্রিকেটার হওয়ার অসম্পূর্ণ স্বপ্ন দেখানো হয়েছে যা তিনি তার স্ত্রী মহিমাকে প্রশিক্ষণ দিয়ে পূরণ করতে চান। স্পোর্টস ড্রামাটি ভারতের সবচেয়ে প্রিয় খেলা ক্রিকেটকে কেন্দ্র করেই এগোবে। একটি পরিবারের সম্পর্ক, স্বামী-স্ত্রীর বোঝাপড়া, আকাঙ্ক্ষায় ভরা ট্রেলার মন ছুঁয়েছে দর্শকদের।
আরও পড়ুন: ‘এর চেয়ে ভালো সুযোগ…’!🔯 দুটো প্রেম টেকেনি, টলিউড ছেড়ে বলিউডে দেবচন্দ্রিমা
মিস্টার অ্যান্ড মিসেস মাহি ধর্মা প্রোডাকশনস এবং জি স্টুডিও দ্বারা সমর্থিত।꧂ এটি য🐓ৌথভাবে প্রযোজনা করেছেন জি স্টুডিও, করণ জোহর, হিরু যশ জোহর এবং অপূর্ব মেহতা। ছবিতে আরও অভিনয় করেছেন কুমুদ মিশ্র, রাজেশ শর্মা, জারিনা ওয়াহাব, অরিজিৎ তানেজা এবং যামিনী দাস। ৩১ মে শুক্রবার মুক্তি পেয়েছে 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'।