📖 কিছু মাস আগেই বিতর্কে জড়ান বিয়ার বাইসেপ্স তথা রণবীর আল্লাহবাদিয়া। সময় রায়নার শোতে এসে বাবা মায়ের সঙ্গম নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন। বিতর্ক উসকে যাওয়ার পরই কানাঘুষোয় শোনা যেতে থাকে তাঁর চর্চিত প্রেমিকা তথা ছোট পর্দার অভিনেত্রী নিক্কি শর্মার সঙ্গে নাকি তাঁর বিচ্ছেদ হয়ে গিয়েছে। এদিন নিক্কি একটি ইঙ্গিতবহ পোস্ট করলেন। আর সেটা দেখে অনেকেই মনে করছেন যদি তাঁদের সত্যিই বিচ্ছেদ হয়ে থাকে তাহলে সেটা উপরোক্ত বিতর্ক নয়, বরং অন্য কোনও কারণে।
আরও পড়ুন: 🐲৬০০ কোটির থেকে নামমাত্র দূর ছাবা! গতি শ্লথ হলেও বক্স অফিসে ৪১ দিনে কত আয় করল ভিকির ছবি?
আরও পড়ুন: ꦆসুরের জাদু নয়, নাচের তালে কনসার্ট জমালেন অরিজিৎ! ভাঙরা নাচলেন শাহরুখের কোন গানে?
কী ঘটেছে?
ꦗবুধবার, ২৬ মার্চ বিকেলে নিক্কি শর্মা তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন তাঁর। সেখানে দেখা যাচ্ছে তিনি গাড়িতে করে কোথাও যাচ্ছেন। আর ভিডিয়ো বানানোর সময় মিটি মিটি হাসছেন। না, ব্যাপারটা এখানেই শেষ নয়। নজর কাড়ল তাঁর পোস্টের ক্যাপশন এবং ভিডিয়োয় থাকা লেখাটি।
♌ নিক্কির পোস্ট করা ভিডিয়োর মধ্যে লেখা 'ওঁর মেয়ে বন্ধুরা হল সম্পর্কের প্রাথমিক স্টেজ অর্থাৎ কথা বলার স্টেজে ফেল করা মেয়েরা। তাই সচেতন থেকো মেয়েরা।' এই পোস্টের ক্যাপশনে নিক্কি লেখেন, 'ওই মেয়েটি তো খালি বন্ধু।'
♍ এই ভিডিয়ো পোস্ট করতেই সেটা নিমেষে ভাইরাল হয়ে যায়। এক ব্যক্তি লেখেন, 'চিন্তা করো না। ইউনিভার্স নিশ্চয় তোমার জন্য ভালো কিছু পরিকল্পনা করছে।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'খালি বন্ধু বলে কিছু পৃথিবীতে এক্সিস্ট করে না।' তৃতীয় জনের মতে, 'মন খারাপ করো না। সব ভালো হবে।'
♑ এই বিষয়ে জানিয়ে রাখা ভালো রণবীর আল্লাহবাদিয়া বা নিক্কি কেউই কিন্তু তাঁদের সম্পর্কের কথা আনুষ্ঠানিক ভাবে কখনই ঘোষণা করেননি বা প্রকাশ্যে স্বীকৃতি দেননি। কিন্তু বলিউডের অন্দরের খবর তাঁদের এই চর্চিত প্রেম ভেঙেছে তাও রণবীর আল্লাহবাদিয়ার করা এই বিতর্কিত মন্তব্যের পর। ইনস্টাগ্রামে সেই ঘটনার পর তাঁরা নাকি একে অন্যকে আনফলো করে দিয়েছেন। যদিও রণবীরের আরেকটি প্রোফাইল বিয়ারবাইসেপ্সে ফলো করেন তাঁরা একে অন্যকে। কিন্তু এই গোটা বিষয়ে বিষয় নিয়ে তাঁরা আপাতত মুখে কুলুপ এঁটে রেখেছেন।
🌟 অন্যদিকে সময় রায়নার ইন্ডিয়াস গট লেটেন্ট শোতে এসে বাবা মায়ের সঙ্গম নিয়ে এক প্রতিযোগীকে বেফাঁস প্রশ্ন করে বিপাকে পড়েন। এই বিতর্কের জল অনেক দূর গড়ায়।