চলে গেলেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার রোহিত বল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। কিছুদিন আগেই তিনি ল্যাকমে ফ্যাশন উইকে নিজের নতুন ফ্যাশন তুলে ধরেছিলেন। হেঁটেছিলেন অনন্যা পান্ডের সঙ্গে🐬।
ফ্যাশন ডিজাইন কাউন্সিলের তরফে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, ' আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি জনপ্রিয় ডিজাইনার রোহিত বল চলে গেলেন। তিনি ভারতের ফ্যাশন ডিজাইন কাউন্সিলের অন্যত𝓡ম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি তাঁর অভিনব ভাবনা চিন্তাকে সবসময় ঐতিহ্যের সঙ্গে দারুণ ভাবে মিশিয়ে দিয়েছেন। ভারতীয় ফ্যাশনকে তিনি অনন্য মাত্রা দিয়েছিলেন। শান্তিতে থেকো গুড্ডা। তুমি একজন লেজেন্ড ছিলে।'
কী হয়েছিল রোহিত বলের?
গত বছর ডিসেম্বরে হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন রোহিত বল। তারপর সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। মাত্র দুই সপ্তাহ আগেও ল্যা🤪কমে ফ্যাশন উইকে দেখা যায় তাঁকে।
রোহিত বল কে ছিলেন?
১৯৮৬ সালে ফ্যাশন ডিজাইনার হিসেবে কেরিয়ার শুরু করেন রোহিত বল। তিনি এবং তাঁর ভাই মিলে ১৯৯০ সালে বানান অর্কিড ওভারসি প্রাইভেট লিমিটেড। পুরুষ, মহিলা উভয়ের জন্য তাঁরা পোশাক বানাতেন। ১৯৬১ সালে কাশ্মীরি পন্ডিত পরিবারে জন্ম রোহিতের। কেবল পোশাক নয়, তিনি গয়নাও ডিজাইন করতেন। দিল্লির সেন🐬্ট স্টিফেন কলেজ থেকে পাশ করেছেন তিনি। পরে দিল্লির জাতীয় ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে একটি কোর্স করেন তিনি।