বাংলা নিউজ > বায়োস্কোপ > Rupali Ganguly: সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখাপলা, বাঙালি ট্রাডিশনাল শাড়িতে অনুরাগ বসুর বাড়ির সরস্বতী পুজোয় রূপালী
🧔 টলিউডের পাশাপাশি, বুধবার বলিপাড়াতেও হয়েছে সরস্বতী পুজো। নিজের বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন করেছিলেন পরিচালক অনুরাগ বসু। সেখানেই উপস্থিত হয়েছিলেন বলিপাড়ার বাঙালি অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায়।
🐬 বুধবার সরস্বতী পুজোর দিনে কমলা ও হলুদ রঙের ট্রাডিশনাল বাংলার শাড়িতে দেখা যায় রূপালীকে। তাঁর হাতে ছিল শাঁখা-পলা ও সোনার গয়না। এদিন রূপালীর সঙ্গে ছিলেন তাঁর মা রাজনি গঙ্গোপাধ্যায়কে, তাঁকেও এদিন বাংলার তাঁতের শাড়িতে দেখা যায়। পাপারাৎজি অনুরোধে পুজোর অনুষ্ঠানে ঢোকার আগে ক্যামেরায় পোজও দেন রূপালী। তবে এবার প্রথম নয়, প্রত্যেক বছরই সরস্বতী পুজোয় অংশ নেন রূপালী। এই পুজো তাঁর কাছে বিশেষ তৎপর্য বহন করে বলে জানিয়েছিলেন রূপালী।
🦩আরও পড়ুন-বরের থেকে নয়, বিশেষ কারোর থেকে ভ্যালেন্টাইনস ডে-তে সোনার দুল উপহার পেলেন 'শিমুল' মানালি