ইদে খুশির জোয়ার সইফ আলি খান এবং কারিনা কাপুর পরিবারে। এ দিনের উদযাপনে ছবি সইফের বোন সাবা পতৌদি ই﷽নস্টাগ্রামে ভাগ করে নেন। 🔴তাঁদের সঙ্গে সইফের আর এক বোন অভিনেত্রী সোহা আলি খান এবং তার স্বামী কুণাল খেমুও যোগ দিয়েছেন।
আরও পড়ুন: ডেলিভারি বয়দের ভোজ খ💫াওয়ালো রেস্তোরাঁ, মা-কে নিয়ে সাক্ষী থাকলেন সায়ক! আর কে কে ছিলেন অতিথি তালিকায়?
আরও পড়ুন: ‘এত লিপ ফিলিඣং করেছে যে…’! মিমির নিন্দে ‘রোজগেরে গিন্নি’-র পরমার! হইচইয়ে ডাইন🧸ি দেখে লিখলেন, ‘যেন যাত্রাপালা’
সাবার শেয়ার করা ছবিগুলিতে♌ পতৌদি পরিবারকে একসঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে। ছবিতে মেকআপ ছাড়াই কারিনাকে দেখা গিয়েছে, নায়িকার পরনে ছিল সালোয়ার কামিজ। সব মিলিয়ে নায়িকাকে উজ্জ্বল দেখাচ্ছিল। অন্যদিকে, সইফকে সাদা কুর্তা এবং পায়জামায় দেখা গিয়েছে। সাবার পরনে ছিল হালকা সবুজ রঙের কো-অর্ডার সেট। অন্যদিকে, সোহা গাঢ় সবুজ রঙের শারারা এবং কুর্তি পরেছিলেন। একটি ছবিতে বোনদের সঙ্গে সইফকে দেখা গিয়েছে। সাবা তার অনুসারীদের ইদের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিয়ো বার্তাও শেয়ার করেছিলেন।
আরও পড়ুন: ঐন্দ্রিলার জন্মদ🅘িনে আদুরে পোস্ট অঙ্কুশের!জানেন কীভাবে ১৩ বছর আগে একে অপরের প্রেমে পড়েছিলে🍬ন তাঁরা?
ছবি ও ভিডিয়ো পোস্ট করে সাবা ক্যাপশনে লিখেছেন, 'ইদের মুহূর্তগুলিতে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ… আর এত ভালো দুপুরের❀ খাবারের জন্য ধন্যবাদ ভাই, সোহা, বেবো এবং কুন🦂ালকেও আজকের এই দিনটা বিশেষ করে তোলার জন্য ধন্যবাদ।
আরও পড়ুন: ‘খুব জলদি আসছে না…’! ধূমকেতু নিয়ে এ ꦓকী বললেন দেব, ফে🌄র মুখ ভার অনুরাগীদের
অন্য একটি পোস্টে ইনস্টাগ্রামে সোহা একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে তাঁকে তাঁর স্বামী কুনালেরꦗ সঙ্গে একসঙ্গে সেমাই করতে দেখা গিয়েছে। তিনি পো🥀স্টটির ক্যাপশনে লিখেছেন, ‘সেমাই ছাড়া কি ইদ? আমাদের থেকে পক্ষ তোমার ইদ মোবারক।’
আরও পড়ুন: ফাইনালের আগে প্রেমিকার সঙ্গে ছবি পোস꧑্ট ইন্ডিয়ান আইডলের শুভজিতের! ভালোবাসার মানুষও 𝓀গায়িকা, কাকে মন দিয়েছেন ‘পানওয়ালা’
আরও পড়ুন: ইদে জোব্ব🍨া পরে যশ, খিমারে নুসরত! ছবি পোসᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ্ট করতেই নেটিজেনদের ‘জয় শ্রীরাম’ ধ্বনি কমেন্ট