গত ১৬ জানুয়ারি কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ছুরির আঘাত🐠ে মারাত্মকভাবে জখম হয়েছিলেন সইফ আলি খান। হাসপাতালে পাঁচ দিন ভর্তি থাকার পর অবশেষে তিনি নিজের পায়ে হেঁটে ফিরে যান বাড়িতে। তবে এই গোটা ঘটনায় এমন কিছু প্রশ্ন জন্ম নেয় ꧂মানুষের মনে, যা রীতিমতো বিতর্ক তৈরি করে। এবার এই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন অভিনেতা নিজেই।
সম্প্রতি দিল্লি টাইমসকে🍨 সাক্ষাৎকার দিতꦍে গিয়ে মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দেখা গেল সইফ আলি খানকে। হামলার দিন রাতে বাড়িতে কেন ছিল না কোনও ড্রাইভার? বাড়িতে একাধিক গাড়ি থাকা সত্ত্বেও কেন অটো করে হাসপাতালে যেতে হয়েছিল অভিনেতাকে? প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, আমাদের বাড়িতে রাতে কোনও ড্রাইভার থাকে না। সকলের বাড়ি রয়েছে। রাতে তাঁরা নিজেদের বাড়িতে চলে যান। আমাদের কোনও প্রয়োজন থাকলে অথবা বাইরে কোনও কাজ থাকলে তবেই ড্রাইভার আমাদের বাড়িতে থাকেন, না হলে থাকেন না।
অভিনেতা বলেন, বাড়িতে ড্রাইভার না থাকলেও আমি হয়তো নিজে𓂃ই ড্রাইভ করে হাসপাতালে যেতে পারতাম, কিন্তু হাতের কাছে চাবি পাইনি তখন। পরে মনে হয়েছিল ভাগ্যিস পাইনি। আমার পিঠে যেভাবে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল, তখন যদি আমি ড্রাইভ করতাম তাহলে হয়তো আরও খারাপ অবস্থা হয়ে যেত আমার। তাই অটো করেই হাসপাতালে যাওয়া উচিত বলে মনে হয়েছিল আমাদের।
দুটি অস্ত্রোপচারের পর কীভাবে এক সপ্তাহের মধ্যে নিজের পায়ে হেঁটে বাড়ি পৌঁছে গিয়েছিলেন অভিনেতা, সেই বিষয় নিয়েওඣ উঠেছিল প্রশ্ন। সুস্থতা প্রসঙ্গে অভিনেতা বলেন, আমার নিজের মনে হয়েছিল আমার দ্রুত সুস্থতা নিয়ে মানুষের মনে প্রশ্ন জন্ম নেবে। সবাই যদি আমার স্বপক্ষে কথা বলত, সেটাই আমার কাছে আশ্চর্যজনক হꦏত। তবে আমার এটাও মনে হয়, কারোর সুস্থতা নিয়ে এইভাবে উপহাস বা প্রশ্ন করা উচিত নয়।
হাসপাতালে ১.৫ ঘন্টা কেন সময় লেগেছিল জিজ্ঞাসা করায় অভিনেত🉐া বলেন, একেবারেই এতটা সময় লাগেনি। অটো করে ঠিক যতক্ষণ পৌঁছতে লাগে ঠিক ততক্ষণই আমাদের লেগেছিল। তবে কিছুটা সময় লেগেছিল অটো খুঁজতে, বাকি আর কোনও সমস্যা হয়নি।
বাড়িতে অস্ত্র রাখার প্রসঙ্গে অভিনেতা বলেন, আমাদের বাড়িতে কোনও অস্ত্র থাকে না। আমাদের বাড়িতে যে সমস্ত অস্ত্র আপনারা দেখতে পাবেন, তা সবই সাজানোর জন্য। বাড়িতে বন্দুক রাখতে পছন্দ করি ন🌃া আমরা।