সলমন খান অভিনীত ‘সিকন্দর’ ছবিটি মুক্তি পাব🐲ে আগামী ৩০ মার্চ। ইতিমধ্যেই ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। এই মুহূর্তে ভক্তদের জন্য সবথেকে বড় সুখবর হল, সেন্সর বোর্ড কোনওরকম কাট ছাড়াই ছবিটি মঞ্জুর করেছে। এ আর মুরগোদাস পরিচালিত এই ছবিটি CBFC-র থেকে UA 13+ রেটিং পেয়েছে। যদিও ছবিতে কোনও কাট দেওয়া হয়নি, কিন্তু এর অর্থ এই নয় যে ছবিটি কোনও পরিবর্তন ছাড়াই মঞ্জুর হয়েছে। ভারতীয় সেন্সর বোর্ড ছবির কিছু দৃশ্যে পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন: ছবি মুক্তির আগেই বিক্রি! কেౠ কিনল অজয়ের ‘রেইড ২’-এর স্বত্ব?
আরও পড়ুন: ‘সেই ♊সময়ে ভেবেচিন্তে কিছু করিনি’, কুরুচিকর কথার জন্য এবার পুলিশের কাছেꦚ ক্ষমা চাইলেন সময়
সেন্সর বোর্ড কোন শব্দ মিউট করার নির্দেশ দিয়েছে?
বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার যেখানে যেখানে ‘হোম মিনিস্টার’ শব্দটি ব্যবহার করা হয়েছে, সেখানে সেন্সর বোর্ড ‘হোম’ শব্দটি মিউট করার নির্দেশ দিয়েছে। এছাড়া ছবিতে অনেক জায়গায় রাজনৈতিক দলের হোর্ডিং দেখানো হয়েছে, CBFC সেই দৃশ্যগুলিতে রাজনৈতিক দলের হোর্ডিংয়ের দৃশ্য ব্লার করার নির্দেশ দিয়েছে। এছাড়া বাকি সব ডায়ালগ এবং অ্যাক𒆙শন দৃশ্য কোনও পরিবর্তন ছাড়াই অনুমোদিত হয়েছে।
আরও পড়ুন: ‘সিকন্দর’-কে টেক্কা দক্ষিণী ছবির, সলমন কি তবে এবার হেরে যাꦯবেন মোহনলালের কাছে?
আরও পড়ুন: ‘সেই☂ সময়ে ভেবেচিন্তে কিছু করিনি’, কুরুচিকর কথার জন্য এবার পুলিশের কাছে ক্ষমা চাইলেন সময়