বলিউড সুপারস্টার সᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚলমন খান -এর ছবি ‘সিকন্দর’ ৩০ মার্চ হলে মুক্তি পাবে। অন্য দিকে, দক্ষিণী সুপারস্টার অভিনেতা মোহনলালের ছবি ‘এল২ - এমপুরান’ ২৭ মার্চ থিয়েটারে আসছে। দুটি ছবিতেই রাজনৈতিক দিক রয়েছে এবং দুটিতেই অসাধারণ অ্যাকশন দৃশ্য দেখা যাবে। কিন্তু বক্স অফিসে কে কাকে টেক্কা দেবে? এই প্রশ্নের সঠিক উত্তর দুটি ছবি মুক্তির পরেই পাওয়া যাবে, তবে এখন টিকিট বুকিং সাইট ‘বুক মাই শো’-এর তথ্য কিন্তু বেশ চমকপ্রদ।
আরও পড়ুন: ‘সে🔥ই সময়𝓡ে ভেবেচিন্তে কিছু করিনি’, কুরুচিকর কথার জন্য এবার পুলিশের কাছে ক্ষমা চাইলেন সময়
আরও পড়ুন: ছবি মুক্তির আগেই বিক্রি! কে কিনল অজয়ের ‘রেইড ২’༒-এর স্বত্বꦰ?
‘বুক মাই শো’-এর তথ্য বলছে যে, সলমন খানের ‘সিকন্দর’-এর চেয়ে মোহনলালের ‘এল২ - এমপুরান’♓-এর প্রতি দর্শকদের আগ্রহ বেশি। দুটি ছবিরই অগ্রিম বুকিং শুরু হয়ে গি♏য়েছে এবং যেখানে ‘সিকন্দর’-কে ৩ লক্ষ ১৩ হাজারের বেশি মানুষ ভালোবাসা দিয়েছে, সেখানে ‘এল২ - এমপুরান’-কে ৪ লক্ষ ২৫ হাজারের বেশি মানুষ ভালোবাসা দিয়েছে। দুটিই বেশ বড় বাজেটের ছবি, কিন্তু তারপরেও কিছুটা এগিয়ে আছে ‘এল২ - এমপুরান’।
‘সিকন্দর’ এবং ‘এল২ এমপুরান’-এর বাজেট
দুটি ছবিতেই মুখ্য অভিনেতা সুপারস্টার, দুটিতেই থাকবে তীব্র অ্যাকশন, কিন্তু ‘এমপুরান’ বেশ কিছু ভাষায় মুক্তি পাচ্ছে। ছবি👍র আগের অংশ ‘লুসিফার’ নামে মুক্তি পেয়েছিল এবং এখন পরবর্তী অংশের গল্প জানার জন্য দর্শকদের মধ্যে প্রচণ্ড আগ্রহ রয়েছে। দুটি ছবির ট্রেলারই ইউটিউবে ট্রেন্ড করছে। যেখানে ‘সিকন্দর’ তৈরিতে ২০০ কোটি টাকা খরচ হয়েছে, সেখানে IMDb-এর একটি রিপোর্ট অনুসারে ‘এমপুরান’-এর বাজেট প্রায় ৪০০ কোটি টাকা।
একদিকে যেখানে ‘সিকন্দর’-এর উদ্বোধনী দিনের ব্যবসা বেশ চমৎকার হওয়ার আশা করা হ🔥চ্ছে, সেখানে ট্রেড বিশেষজ্ঞরা ‘এমপুরান’-কে একটি নিশ্চিত হিট বলে দাবি করছেন। কিন্তু বক্স✤ অফিসে আয়ের দিক থেকে কে এগিয়ে যাবে, তা জানতে হলে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে দর্শকদের।
আরও পড়ুন: 'অভিযুক্ত ৮০ শতাংশ মহিলাই...',জেলে থাဣকাকালীন কেমন অভ𝔍িজ্ঞতা হয়েছিল রিয়ার?
আরও পড়ুন: কেন আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন?🌱𒁏 নিজেই জানালেন অভিনেতা আসিফ শেখ
উল্লেখ্য, মোহনলালের ছবি ‘এল টু𝐆: এমপুরান’ মুক্তি উপলক্ষে বেঙ্গালুরুর একটি নামী কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, পড়ুয়াদের মধ্যে মোহনলালের আসন্ন ছবির বিনামূল্যে টিকিটও বিতরণ করা হয়েছে, যাতে পড়ুয়ারা হলে গিয়ে এই ছবিটি দেখতে পারে। বেঙ্গালুরুর দ্য গুড শেফার্ড কলেজের তরফ থেকে শিশুদের জন্য জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, রাজরাজেশ্বরী নগরের ওয়াইজিআর মলে সকাল ৭টার শো বুক করা হয়েছে, যেখানে সমস্ত পড়ুয়ারা একসাথে বসে সিনেমাটি﷽ উপভোগ করবে।