'কবীর সিং'-এর মতো নারীবিদ্বেষী (Misogynist) ছবিতেꩲ কাজ করে তিনি অনুতপ্ত। এটাই তাঁর জীবনের প্রথম ছবি, যেটা তিনি চিত্রনাট্য না পড়েই রাজি হয়েছিলেন। ছবির মুক্তির পর তা দেখতে গিয়ে ২০ মিনিটের মধ্যে হল ছেড়ে বের হয়ে যান। সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'কবীর সিং'-এ অভিনয় নিয়ে এমনই মন𒐪্তব্য করেছেন অভিনেতা আদিল হুসেন। এদিকে আদিলের এমন মন্তব্যের পর তাঁর উপর বেজায় চটলেন পরিচালক সন্দীপ।
শুধু অভিনেতা আদিল হুসেনের উপর চটে যাওয়াই নয়, তাঁর মন্তব্য শেয়ার করে X(পূর্বে টুইটার) হ্যান্ডেলে বিষেদাগার করেছেন সন্দীপ। পরিচালক লেখেন, ‘৩০টি আর্ট ফিল্ম করে আপনি ততটাও খ্যাতি পাননি, যখন আপনি এই ১টা ব্লকবাস্টার ছবি থেকে পেয়েছে। যা নিয়ে আপনার আজ আবার আফসোস হচ্ছে। আপনার লোভ আপনার আবেগের চেয়েও বড়, একটা জেনে আপনাকে কাস্ট করার জন্য আমিও দুঃখ প্রকাশ করছি। আমি ঠিক করেছি AI-🎀অ্যাপের সাহায্য নিয়ে ছবিতে আপনার মুখ বদলে দেব, আপনাকে লজ্জা থেকে রক্ষা করব। এবার ঠিক করে হাসুন।’
আরও পড়ুন-ভিন♐ধর্মে বিয়ে টেকেনি, ২য় বিয়ের আগে কালীঘাটে আশীর্বাদ নিতে প✤ৌঁছলেন রূপাঞ্জনা