দুবাইয়ের স্পোর্টস অ্যাম্বাসেডর হ🐭িসেবে সদ্যই ঘোষণা করা হয়েছে তাঁর নাম। এছাড়া তাঁর নিজের টেনিস একাডেমি তো আছেই। ফলে টেনিসকে বিদায় জানালেও বর্তমানে চরম ব্যস্ত সানিয়া মির্জা। কিন্তু জন্মদিনে কী প্ল্যান তাঁর🐻? কী জানালেন টেনিস সুন্দরী?
আরও পড়ুন: রণবীর বা টাইগার নন, বড় পর্দার শক্তিমান হচ্ছেন বিটাউনের এই হ্🐷যান্ডসাম হা♐ঙ্ক?
সানিয়া মির্জার জন্মদিন
১৫ নভেম্বর সানিয়া মির্জার জন্মদিন। এই ব🤪ছর তিনি ৩৮ বছরে পা দিয়েছেন। এই বছরটা অন্যান্যবারের তুলনায় একটু আলাদা, কারণ গত বছরই তিনি শোয়েব মালিকের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন। এদিকে অবসর নিয়েছেন খেলা থেকেও। কীভাবে সময় কাটান এখন সেটা নিয়েই মুখ খুললেন সানিয়া। একই সঙ্গে জানালেন আজকাল জন্মদিন তিনি চুপচাপ, নিরিবিলিতে কাটাতেই পছন্দ করেন।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সানিয়া জানিয়েছেন, 'আমি শান্তি, নিরিবিলি জন্মদিন পছন করি। আমার আর আমার মায়ের জন্🎶মদিন একই দিনে। তাই ছোট ছিলাম যখন দুজন মিলে একসঙ্গে অনেক কিছু করতাম। কিন্তু এই জন্মদিনে আমরা দুজন দুটো দেশে বসে। তাছাড়াও আমি আমার জন্মদিনে কাছের বন্ধু এবং পরিবারের সঙ্গেই সময় কাটাতে ভালোবাসি। ছোটবেলায় বাইরে কাটাতাম এই দিনটা। কিন্তু এখন ঘরেই ভালো লাগে বেশি।'
২০২৩ সালে টেনিসকে বিদায় জানিয়েছেন সানিয়া মির্জা। এখনও কি তিনি মিস করেন টেনিস কোর্টকে? এই বিষয়ে তিনি জানান, 'হ্যাঁ, সে আর বলতেಌ! কিন্তু তারপরই আমার হাঁটু ব্যথাওনে করিয়ে দেয় আমি কেন অবসর নিয়েছি। কেন খেলা বন্ধ করেছি। তবে আমি খেলার জগতের সঙ্গে আজও ভীষণ ভাবে যুক্ত আছি। আমার সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে প্রায়ই দেখা করি। তাছাড়া মাতৃত্বকে দারুণ উপভোগ করছি। ইজহানকে যতটা পারছি স🍰ময় দিচ্ছি এখন।'
আরও পড়ুন: গুরুদ্বারের বাইরে নাম ধরে🐼 হাঁকাহাঁকি করতেই বিরক্ত! ইশারায় কী করলেন নিমরত?
এবারের জন্মদিনে কী চাইলেন সানিয়া? এই বিষয়ে তিনি জানা🍌ন, 'আমি শান্তি এবং খুশি চাই আমার আশেপাশে, গোটা বিশ্বে। এটাই। ঈশ্বরের আশীর্বাদে আমি না চাইতে অনেক কিছুই পেয়েছি। কিন্তু এখন বিশ্বে যেভাবে অশান্ত ছড়াচ্ছে সেখ🦄ানে দাঁড়িয়ে আমি শান্তি চাই। আশা করব সব সমস্যা আমরা নিজেরাই দ্রুত সামলে উঠতে পারব।'