১২ অগস্ট। ২৭ বছরে পা রাখলেন অভিনেত্রী সারা আলি খান। সকাল থেকেই জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন নায়িকা। অভিনয়ে পা রাখার আগে ২০১৬ সালে নিউ ইয়র্কের কল♋ম্বিয়া ইউনিভার্সিটি থেকে স্নাতক হন সারা। এর আগে মুম্বইয়ের ধীরুভাই আম্বানি স্কুল থেকে পাশ করেন তি𓄧নি।
কয়েক বছর আগে, সারার স্নাতক দিবসের একটি পুরানো ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়েছিল। ভিডিয়োতে সারার বাবা-মা সইফ আলি খান এবং অমৃতা সিংকে মেয়ের জন্য উল্লাস করতে দেখা গিয়েছে। ২০১৩ সালে স্কুল থেকে স্নাতক হওয়ার পরে সারাকে তাঁর স্নাতক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে দেখা গিয়েছে। একটি রাজকীয় নীল স্নাতকᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ পোশাক এবং ক্যাপ পরে ভিডিয়োতে দেখা মিলেছে সইফ-অমৃতা কন্যাকে।
আরও পড়ুন:
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে কোর্স শুরু করার আগে সারার এ﷽ই ভিডিয়ো। সারাকে উদ্যোক্তা এবং শিক্ষাবিদ নীতা আম্বানির কাছ থেকে তাঁর স্নাতক শংসাপতꦏ্র গ্রহণ করতে দেখা যায়, অভিনেতা আমির খানও মঞ্চে উপস্থিত ছিলেন। দু'জনেই সারাকে অভিনন্দন জানান। শর্ট ক্লিপটিতে সইফ ও অমৃতাকে একসঙ্গে দর্শকদের মধ্যে বসে থাকতে দেখা গিয়েছে।
কফি উ⭕ইথ করণ সিজন ৬-এর একটি পর্বে প্রথমবার হাজির হয়েছিলেন সারা। করণ জোহরের হোস্ট করা চ্যাট শো-এ সারা প্রকাশ করেছিলেন, সেই সময় জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখার পাশাপাশি বাবা-মায়ের তাঁরসঙ্গে থাকাটা দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। সেই সময় বাবা সইফের সঙ্গে শো-এ হাজির হয়েছিলেন সারা।
আরও পড়ুন: আমির, অক্ষয় থেকে শাহরুখ, ৯০-এর দশকে🎀 এই তারকাদের ছবি পিছু পরিশ্রমিক কত ছিল জানেন?
অভিনে🌸ত্রী জানিয়েছিলেন, ‘এটা ভালো 🍎ছিল। আমি কলেজে যাচ্ছিলাম এবং মা (অমৃতা সিং) আমাকে ড্রপ করতে এসেছিলেন এবং আব্বা (সইফ আলি খান)ও সেখানে ছিলেন। আসলে, আমি এবং বাবা ডিনার করছিলাম এবং এরপর আমরা মাকে কল করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তিনি এসেছিলেন। আমাদের সময়টা ভালো কেটেছিল।’
আরও পড়ুন: Brah🥃mastra: ‘বনরাস্ত্র’ শাহরুখের ফার্স্ট লুক অনলাইনে ফাঁস? এই ভিডিয়ো ঘিরে শোরগোল
সারা আরও যোগ করেন, ‘এরপর ওঁরা আমাকে একসঙ্গে কলেজ ছাড়তে গিয়েছিল। আমার মনে আছে। আসলে দুর্দান্ত একটা দেখার মতো দৃশ্য ছিল। আপনি জানেন, অমৃতা সিং এবং আপনারা যারা তাঁকে চেনেন তাদের জন্য এটি একটি মজার দৃশ্য। আমার বিছানা তৈরি করছিলেন, সইফ আলি খান বওাতিতে বাল্🔯ব লাগাচ্ছে। এটা সত্যিই চমৎকার ছিল, মনে করে রাখার মতো।’
সইফ আরও যোগ করেন, সেই রাতেই তাঁরা সকলে মিলে একসঙ্গে ডিনার করেছিলেন। বলেন, ‘কলাম্বিয়াতে, যখন আমরা 𒅌সারাকে বিশ্ববিদ্যালয়ে নামাতে গিয়েছিলাম। আমরা নিউইয়র্কে একসঙ্গ♔ে ডিনার করেছি।’