১৬ বছর পরেও এতটুকু ফিকে হয়নি ‘গীত’ ম্যাজিক। একটা সময় রিল লাইফে বলিউডের হিট জুটি ছিলেন শাহিদ-করিনা, তবে বক্স অফিসে তাঁদের প্রত্যেক ছবিই মুখ থুবড়ে পড়ত। সদ্য প্রেম ভাঙার পর ইমতিয়াজ আলির ‘জব উই মেট’ ছবি🐻তে দেখা মিলেছিল দু'জনের। আর সেই ছবি ব্🐻লকবাস্টার হিট। দর্শকদের মনের মণিকোঠায় আজও ঘর করে রয়েছে এই ছবি।
ছবির সংলাপ থেকে গান, প্রত্যেক চরিত্র-- আজও দর্শক মনে উজ্জ্বল। সপ্তাহখানেক আগেই ইমতিয়াজ আলির সঙ্গে নতুন প্রোজেক্টের ইঙ্গিত দিয়েছিলেন শাহিদ। এবার ‘জব উই মেট’ নিꦬয়ে অজানা তথ্য ফাঁস করলেন ছবির আদিত্য কশ্যপ।
মিড-ডে'কে দেওয়া এক সাক্ষাৎকারে শাহিদ জানান, পরিচালক ইমতিয়াজ আলি যখন এই ছবির স্ক্রিপ্ট নিয়ে তাঁর কাছে হাজির হন তখন ছবির নাম ছিল ‘গীত’। শাহিদ বলেন- ‘ইমতিয়াজ তখন একদম🌜 নতুন পরিচালক ছিল। আমার কাছে যখন চিত্রনাট্য নিয়ে আসে শুরুতেই বলি, ছবির নাম গীত কেন? জবাব আসে- হিরোইনের নাম ছবিতে গীত। পালটা ওকে জানাই- পরের বার নায়কের কাছে হিরোইনের নামের স্ক্রিপ্ট নিয়ে যাবেন না, আর গেলে ভালো কিছু জবাব ভেবে যাবেন।' পরেরবার ছবির নাম বদলে ‘দ্য ট্রেন’ লিখে সেই স্ক্রিপ্ট শাহিদের কাছে হাজির করেছিলেন পরিচালক। নায়ক আরও বলেন- 'শেষ পর্যন্ত আমার বাবা (পঙ্কজ কাপুর) জব উই মেট' নামটা রেখেছিলেন'।
একই সাক্ষাৎকারে শাহিদ ফাঁস করেন ‘পদ্মাবত’ ছ🌱বি নিয়ে তাঁর আফসোসের কথা। বলেন- ‘এই ছবিতে সকলে দুর্দান্ত কাজ করেছিল। তবে হ্যাঁ, আমার কখনও কখনও মনে হয়েছিল কেন আমি𓄧 এই ছবিটা করছি, সেটা অস্বীকার করব না’। বনশালির এই ছবিতে হিরো শাহিদকে ছাপিয়ে ভিলেন খলজি (রণবীর) বেশি গুরুত্ব পেয়েছেন তা অস্বীকার করবার জো নেই!
একটা সময় বলিউডের ‘চকোলেট বয়’ ছিলেন শাহিদ, সেই ইমেজ মুছে এখন তিনি ‘অ্যাংরি ইয়ং ম্যান’ কবীর সিং। বছরের শুরুতেই ‘ফরজি’-র মতো ওয়েব সিরিজ, তার পর ‘ব্লাডি ড্যাডি’র মতো ওটিটি ফিল্মে ধূসর চরিত্রে দেখা মিলেছে তাঁর। অন্যদিকে বক্স অফিসে শাহিদের শেষ রিলিজ জার্সি মুখ থুবড়ে পড়েছিল। ইমতিয়াজের হাত ধরে ক🌱ি ফের রোম্যান্টিক জঁর ছবিতে ফিরবেন শাহিদ? পরিচালকের সঙ্গে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে নায়ক কিছুদিন আগে জানা𝕴ন- ‘ইমতিয়াজের সঙ্গে কথা হয়েছে, কিছু ভাবনাচিন্তাও আছে আমাদের মাথায়। আশা করি, খুব শীঘ্রই আমরা একসঙ্গে কাজ করতে পারব।’