💖 শুরু হয়ে গেল আইপিএল ২০২৫। আর এবছরের আইপিএলের মরশুম শুরু করতে চাঁদের হাট বসেছিল ইডেন গার্ডেনে। শাহরুখ খান থেকে শুরু করে ছিলেন দিশা পাটানি, শ্রেয়া ঘোষাল, প্রমুখ। এদিন নজর কেড়েছেন শ্রেয়া। ক্রিকেটের নন্দন কাননে ছড়িয়ে গিয়েছিল তাঁর ম্যাজিক।
আরও পড়ুন: ꧒আইপিএল শুরুর আগে রমণদীপকে বাঙালিদের মন জেতার টিপস মিস দত্তর! ঘুষ হিসেবে চাইলেন কী?
আরও পড়ুন:💎 'আরেকটা গানের ওপারে হতে চলেছে চিরসখা', দাবি দুলাল লাহিড়ির! সুদীপের প্রশংসায় কী লিখলেন অভিনেতা?
আইপিএলে শ্রেয়ার পারফরমেন্স
𝓀এদিন সকলের নজর ছিল শ্রেয়া ঘোষালের পারফরমেন্সের দিকে। তিনি এবারের আইপিএলের উদ্বোধনে পারফর্ম করতে শুক্রবার রাতেই শহরে পা রাখেন। শনিবার ইডেন গার্ডেনস মাতিয়ে তোলেন তাঁর গানের জাদুতে।
🍨শ্রেয়া ঘোষাল এদিন প্রায় বারো মিনিটের কিছু বেশি সময় ধরে পারফর্ম করেন। আইপিএলের প্রতিটি দলের জন্য এক একটি গান গান গায়িকা। যুবা, আমি যে তোমার থেকে ঘুমার, সামি সহ বিভিন্ন গান করেন। বাদ যায়নি রং দে বসন্তী সহ নাগড় সং ঢোল বাজে, এ আর রহমানের মা তুঝে সালাম।
ꦯপ্রসঙ্গত এদিন ইডেন গার্ডেন মাতান খোদ শাহরুখ খান। তাঁর এবং বিরাট কোহলির কথপোকথন আলাদাই মাত্রাই যোগ করে এদিনের অনুষ্ঠানে। শনিবার কলকাতা ইডেন গার্ডেন্সে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন 'বাদশা' শাহরুখ খান। যিনি মঞ্চে ডেকে নেন ‘কিং’ বিরাট কোহলিকে। যে কায়দায় বিরাটকে মঞ্চে অভ্যর্থনা জানান শাহরুখ, তাতে উচ্ছ্বাসে ফেটে পড়ে ইডেন গার্ডেন্স। শাহরুখ বলেন, ‘বাইশ গজের কিং, ১০০ কোটি মানুষের হৃদপিণ্ড এবং ক্রিকেটের GOAT (গ্রেটেস্ট অফ অল টাইম) বিরাট কোহলি।’ প্রসঙ্গত শাহরুখ এদিন উদ্বোধন শুরুর আগে কেকেআরের মালিক, তথা এবারের সঞ্চালক হিসেবে লেখেন, ‘পার্টি পাঠান কে ঘর পে রাখোগে তো মেহমান নওয়াজি কে লিয়ে পাঠান খুদ আয়েগা অর পটাকে ভি লায়েগা।' ফের লেখেন, আজ শাম ৬ বাজে দেখিয়ে আইপিএল ১৮ কা মেগা সেলিব্রেশন।'
𒈔অন্যদিকে দিশা পাটানি সহ আরও অনেকেই পারফর্ম করেন। আন্দাজ করতে পারছেন গায়িকা কোন দলের জন্য কোন গান গেয়েছেন?
আরও পড়ুন: ♎রচনার পর ভোটের ময়দানে ফের একগুচ্ছ টলি তারকা? বিধানসভায় তৃণমূলের হয়ে লড়বেন ঋত্বিকা-সৌমিতৃষা?
আরও পড়ুন:𒅌 'অপর্ণা সেন সেরমভাবে কি একজন তারকা?' মাকে নিয়ে হঠাৎ কেন এমন বললেন কঙ্কনা?
আইপিএল ২০২৫ এর প্রথম ম্যাচ
♎আইপিএল ২০২৫ এর প্রথম ম্যাচে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন ১৭৪ রান করেন রিঙ্কু রাহানেরা। সেখানে ৭ উইকেট হাতে থাকতেই লক্ষ্যে পৌঁছে যান বিরাট কোহলিরা।