💫 দলে বাংলার কোনও ক্রিকেটার নেই। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সোশ্যাল মিডিয়া পেজে বাংলা 'কনটেন্ট'-র অভাব নেই একটুও। বিভিন্ন ভিডিয়ো এবং রিলের সঙ্গে মাঝেমধ্যেই বাংলা গান বসিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়। তবে তাতে চটে গেলেন অবাঙালি কেকেআর ভক্তদের একাংশ। তাঁদের বক্তব্য, কেকেআরের ভক্ত তো শুধু পশ্চিমবঙ্গ বা বাঙালিদের মধ্যেই সীমাবদ্ধ নেই। দলটার মালিক শাহরুখ খান পুরো ভারত তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্তে কেকেআরের সমর্থক ছড়িয়ে আছেন। তাই কেকেআরের সোশ্যাল মিডিয়া টিমেরও তাঁদের কথা ভাবা উচিত বলে দাবি করেন নেটিজেনদের একাংশ।
কার্তিক ও KKR তারকাদের ভিডিয়ো নিয়ে রাগের বহিঃপ্রকাশ
🌞আর যে পোস্টের প্রেক্ষিতে নেটিজেনদের একাংশ সেই দাবি করেছেন, তা শুক্রবার কেকেআরের সোশ্যাল মিডিয়ায় দীনেশ কার্তিকের সঙ্গে নাইট খেলোয়াড় এবং কোচেদের আলিঙ্গনের একটি ভিডিয়ো পোস্ট করা হয়। কার্তিক একটা সময় কেকেআরের অধিনায়ক ছিলেন। বেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তীদের মতো খেলোয়াড়দের সঙ্গে খেলেছেন।
আরও পড়ুন: 🦩IPL 2025: এই ম্যাচ নিয়ে বেশি ভাবতে চাই না… RCB-র কাছে কেন হারল KKR? কারণ জানালেন রাহানে
𓃲তবে শনিবার বেঙ্কি, বরুণরা কার্তিকের প্রতিপক্ষ। কারণ এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। সেজন্য অবশ্য পারস্পরিক সম্পর্কে কোনও প্রভাব পড়েনি। বরং ইডেনে আরসিবির প্র্যাকটিসের মধ্যেই নাইট খেলোয়াড় এবং কোচদের সঙ্গে দেখা করেন। সেই মুহূর্তের ভিডিয়ো কেকেআরের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সঙ্গে যোগ দেওয়া হয় ‘বন্ধু তোমায় এ গান শোনাব’ গানটা।
আরও পড়ুন: 𒅌সল্টের মারে পুড়ল KKR, ৩১ বলে ৫৪ রান, 'কী বললে শান্তি হবে', প্রশ্ন নাইট ফ্যানদের
‘শুধুমাত্র বাঙালিরাই কেকেআরকে সমর্থন করেন?’, প্রশ্ন নেটিজেনদের
🧸আর তাতেই চটে গিয়েছেন নেটিজেনদের একাংশ। তেমনই একজন বলেন, 'এই বাঙালি অ্যাডমিন আমাদের আইপিএলটা নষ্ট করে দিচ্ছেন। আপনারা হিন্দি গান ব্যবহার করতে পারেন না?' সেইসঙ্গে তিনি বলেন, '২০১১ সাল থেকে আমি কেকেআরকে সমর্থন করছি। আপনার কি মনে হয় যে শুধুমাত্র বাঙালিরাই কেকেআরকে সমর্থন করেন? পুরো বিশ্বে কেকেআরের ফ্যান আছে। উত্তর ভারতেও অনেকে কেকেআরকে সমর্থন করেন।'
বাংলার দল তো, বাংলার গান তো দেবেই
🍸যদিও অনেকেই ওই নেটিজেনদের সঙ্গে সহমত পোষণ করেননি। আইপিএলের অষ্টাদশ সংস্করণের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) মহারণের আবহেই এক নেটিজেন বলেন, 'কেকেআর কলকাতার দল।' অপর একজন বলেন, 'বাংলার ফ্র্যাঞ্চাইজি বাংলার গান ব্যবহার করছে বলে কারও যদি সমস্যা থাকে, তাহলে কেকেআরকে সমর্থন করা বন্ধ করে দিন।'
ꦏএকইভাবে কড়া সুরে এক নেটিজেন বলেন, ‘যে দলটা কলকাতার, তারা তো বাংলা গান দেবেই। চেন্নাই সুপার কিংসও তো তামিল গান ব্যবহার করে থাকে।’ একজন আবার বলেন, ‘সব ভিডিয়োয় বাংলা গান দেয় না। কয়েকটি ভিডিয়োয় দেয়। আর বাংলা গান আমাদের আবেগ। যে জায়গার দল কেকেআর, সেখানকার সংস্কৃতি তুলে ধরার উদ্যোগটা খুব ভালো।’