▨ আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করে দর্শকদের মুগ্ধ করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) ওপেনার ফিল সল্ট। শনিবার, ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর বিরুদ্ধে ফিল সল্টের বিধ্বংসী ইনিংস আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বেঙ্গালুরুকে জয়ের জন্য ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে হত। এই সময়ে ফিল সল্ট পাওয়ারপ্লেতেই ঝড় তুলে দ্রুত রান তুলতে থাকেন এবং মাত্র ২৫ বলেই নিজের অর্ধশতক হাঁকান।
‘ফিল সল্টই নতুন ক্রিস গেইল’
🍰ইংল্যান্ডের এই ব্যাটসম্যান ৩১ বলে ৫৬ রান করেন, যেখানে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৮০.৬৫। ইনিংসের সময় তিনি ৯টি চার ও ২টি ছক্কা হাঁকান। সোশ্যাল মিডিয়ায় তার এই বিধ্বংসী ব্যাটিং ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আরসিবি ওপেনারের দুর্দান্ত ইনিংসে দেখে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় উঠেছে। ভক্তেরা বলতে শুরু করেছে, ‘ফিল সল্টই নতুন ক্রিস গেইল।’
আরও পড়ুন … 🎉IPL 2025: এই ম্যাচ নিয়ে বেশি ভাবতে চাই না… RCB-র কাছে কেন হারল KKR? কারণ জানালেন রাহানে
ম্যাচের পরে কী বললেন ফিল সল্ট?
𝔉ম্যাচের পরে ফিল সল্ট বলেন, ‘কোহলি এবং আমি একসঙ্গে খুব বেশি ব্যাট করিনি, তাই এমন একটি জুটি গড়া ছিল গুরুত্বপূর্ণ। এই মাঠ আমার পরিচিত, সহজ একটি পরিকল্পনা নিয়ে এসেছিলাম। আরও দীর্ঘ সময় ব্যাট করতে চেয়েছিলাম, কিন্তু তা সম্ভব হয়নি। এখানে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করলে কিছুটা পার্থক্য গড়ে দেয়, আপনাকে বলের লাইন অনুযায়ী শট খেলতে হয়।’
আরও পড়ুন … 🥂সল্টের মারে পুড়ল KKR, ৩১ বলে ৫৪ রান, 'কী বললে শান্তি হবে', প্রশ্ন নাইট ফ্যানদের
বিরাট কোহলি ও ফিল সল্টের জুটি
𒉰রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) আইপিএল ২০২৫-এ দুর্দান্ত সূচনা করেছে, ৭ উইকেটের ব্যবধানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে (KKR) পরাজিত করেছে। ক্রুণাল পান্ডিয়ার দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে কেকেআরকে ১৭৪ রানে সীমাবদ্ধ রাখা সম্ভব হয়, যদিও তারা একসময় ১০৬/১ রানে পৌঁছে গিয়েছিল। পরে বিরাট কোহলি ও ফিল সল্টের ৯৫ রানের জুটি কেকেআরের জয়ের আশা একেবারে জল ঢেলে দেয়। পাওয়ারপ্লেতেই ৮০ রান তুলে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়েছিল আরসিবি।
আরও পড়ুন … ♔ভিডিয়ো: ধোনিকে দেখেই এগিয়ে এসে জড়িয়ে ধরলেন! হার্দিককে এমনটা করতে দেখে ভক্তেরা কী বললেন?
প্রথমে RCB-র দুরন্ত বোলিং পরে দারুণ ব্যাটিং
🅷লক্ষ্য বড় ছিল না, তবে উইকেটে স্পিনারদের জন্য সাহায্য ছিল। কেকেআরের বোলাররা লড়াইয়ে থাকলেও, কোহলি ও সল্ট পাওয়ারপ্লেতে যে আক্রমণাত্মক ব্যাটিং করেন, সেটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। কেকেআরের নতুন বলের দুই বোলার, বৈভব অরোরা ও স্পেন্সার জনসন, ১০ রানের বেশি ইকোনমিতে রান দেন। এমনকি বরুণ চক্রবর্তীও রেহাই পাননি, কেবল সুনীল নারিনই (ইকোনমি ৬.৮০) কিছুটা কৃপণ বোলিং করতে পেরেছিলেন। কোহলি তার ক্লাসিক সব শট খেলেন এবং ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন। নতুন অধিনায়ক রজত পতিদারও কিছুটা ক্যামিও ইনিংস উপহার দেন।