কয়েক দিন আগের ঘটনা, নিজেই অবসর জল্পনা উস্কে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। বয়স ৪৩, এখনও তিনি আইপিএল খেলে যাচ্ছেন। অনেকের মনেই আতঙ্ক রয়েছে, হয়ত এই আইপিএলের পর আর প্রিয় নায়ককে ব্যাট হাতে দেখা যাবে না প্রতিযোগিতায়। আর সেই আশঙ্ক♐াই বাড়িয়ে দিয়েছেন খোদ এমএসডি। কদিন আগেই ‘ওয়ান লাস্ট টাইম’ লেখা মোর্স কোডের জার্সি পড়ে তাঁকে চেন্নাইয়ের ক্🐓যাম্পে যোগ দিতে দেখা গেছিল।
IPL 2025 KKR vs RCB Live - ꦡইডেনে হার ডিফেন্ডিং চ্যাম্পিনয়দের, ৭ উইকেটে জিতল RCB
সচিনের প্রসঙ্গ টেনে মাহি বন্দনায় রুতুরাজ
গতবার আইপিএল অভিযান একদমই ভালো যায়নি সিএসকের। মাহি নিজেও তেমন ছন্দে ছিলেন না, চোট তাঁকে ভুগিয়েছে। দলও প্লে অফে পৌঁছাতে পারেনি। এবার অবশ্য সিএসকের হয়ে মাঠে ♓নেমে নিজেকে উজার করে𓃲 দিতে তৈরি মাহি। আর তাঁর দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় মনে করছেন এখনও অনেক বছর খেলা বাকি রয়েছে ক্যাপ্টেন কুলের মধ্যে।
মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে আইপিএল ২০২৫ শ💟ুরুর আগে সিএসকের অধিনায়ক বলছেন, মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর যদি ৫০ বছর পেরিয়ে গিয়েও মাস্টার্স লিগে নজর কাড়তে পারেন, তাহলে ধোনি পারবেন না কেন? রুতুরাজের কথায়, ‘সচিন তেন্ডুলকর যদি আগের মতোই এখও ব্যাটিং করতে পারে, তাহলে আমির মনে হয় ধোনিরও অনেক বছর খেলা বাকি। ওদের খেলা আমার মতো ক্রিকেটারদের অনেক উদ্বুদ্ধ করে। ৪৩ বছপ বয়সেও তিনি যা করে দেখিয়েছে, তা অসাধারণ। আর সব দিক থেকেই মাহি চেষ্টা করবে দলের জন🐽্য অবদান রাখতে। আমাদের শেষ কয়েক বছর ধরে কিছু শক্তি রয়েছে, যেটা আমরা এবারেও কাজে লাগানোর চেষ্টা করব ’।
গতবার আইপিএলে ১৬১ রান করেন
গতবারের আইপিএলে অনেকটা নিচের দিকেই ব্যাটিং করতে এসেছিলেন ধোনি। হাঁটুর চোটে ভুগতে থাকা মাহি ২২০ স্ট্রাইক রেটে করেছিলেন ১৬১ রান। তবে তিনি যদি আরেকটু ওপরের দ🌞িকে খেলতে পারতেন, তাহলে দলের আরও সুবিধা হতো। তাঁর বল পার বাউন্ডারি রেট ছিল ২.৭। অর্থাৎ প্রতি ওভারে গড়ে দুটি করে বাউন্ডারি মেরেছেন সিএসকের সুপারস্টার।.
মাহির থেকে শেষদিকে পিঞ্চ হিট চান অধিনায়ক
রুতুরাজ গায়কোয়াড় তাই বলছেন, ‘আমার মনে হয় ধোনি যেটা চায়, সেটার ওপর জোর দিয়েই অনুশীলন করে। ওনার যেটা কাজ, সেটাই পালন করবে। আমরা চাই ধোনি যত বেশি সম্ভব ছয় মারুক, তাই সেই অনুশꦯীলনই করছে বলে আমার মনে হয়েছে। কখনও ওনাকে দেখে মনে হয়নি চেনা ছন্দ থেকে দূরে রয়েছেন। এত বছর ধরে একইভাবে খেলা চালিয়ে যাওয়া সত্যই একটা স্পেশাল বিষয় ’।