শিলাজিৎ মজুমদার সম্প্রতি গায়কদের যে প্রতিবাদ মিছিল হয়েছিল সেখানে দেখা গিয়েছিল। সেই মিছিলকে সামনে🍎 থেকে ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚনেতৃত্ব দিয়েছিলেন গায়ক। এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে কী ঘোষণা করলেন ঝিন্টির গায়ক?
আরও পড়ুন: 'আমার এখ💃ন ঝাড়া হাত পা…', কেবিসি -তে এসে কীভাবে জীবন বদলে গেল ব্রেন টিউম🌟ারে আক্রান্ত নরেশির?
কী জানালেন শিলাজিৎ?
আগামী ২৪ অগস্ট অর্থাৎ শনিবার শিলাজিৎ মজুমদারের একটি শো ছিল কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে। কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতি দেখে সেটা আপাতত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিলাজিৎ। আর এই বিষয়েই এদিন একটি ভিডিয়ো পোস্ট করে তিনি বলেন, '২৪ অগস্ট কেসিসিতে 𓆉আমাদের যে কনসার্ট করার কথা ছিল, সেখানে আমার গানগুলোকে একটু অন্য রকমের সাউন্ড ডিজাইন দিয়ে প্রেজেন্ট করার কথা ছিল। কিন্তু সেটা আমরা আপাতত পিছিয়ে দিচ্ছি। এটা ১৪ সেপ্টেম্বর হবে। কেন এটাকে পোস্টপন করা হল আশা করি এটা বলার অপেক্ষা রাখে না। আমরা সবাই সেটা বুঝতে পারছি।'
তিনি আরও বলেন, ' এই কনসার্টের জন্য আমরা সবাইඣ মিলে সিদ্ধান্ত নিয়েছি, কেসিসি অফস্টেজ কর্তৃপক্ষ এবং আমরা যাঁরা মিউজিসিয়ান ছিলাম মানে আমি, প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়, নবারুণ (বসু), রাতুল শঙ্কর আর সৌনক আমর♏া সবাই সিদ্ধান্ত নিয়েছি এটা পিছিয়ে দেওয়ার। একটু অসুবিধা হবে, অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছিল। যাঁরা আসতে পারবেন না তাঁদের রিফান্ড দেওয়া হবে কিনা, কী হবে সেটা কেসিসি কর্তৃপক্ষ জানাবেন। আর যারা সেদিন আসবেন আসবেন। দুঃখিত।'
আরজি করের জন্য গায়কদের মিছিল
সঙ্গীত শিল্পীদের এই মিছিলে পা মিলিয়েছেন অন্বেষা দত্ত, মনোময় ভট্টাচার♊্য, পটা, অনুপম রায়, রূপম ইসলাম, লগ্নজিতা চক্রবর্তী প্রমুখ। কৌশিকী চক্রবর্তী, লগ্নজিতা চক্রবর্তী, মনোময় ভট্টাচার্যকে সামনের সারিতে দাঁড়িয়ে ♏We want justice স্লোগান তুলতে দেখা যায়। সকলেরই হাতে ধরা ব্যাটারি চালিত মোমবাতি। ছিলেন শুভমিতা, শিলাজিৎ মজুমদার, উজ্জয়িনী, প্রমুখের মতো শিল্পীরাও। নব নালন্দা থেকে শুরু করে গোলপার্ক পর্যন্ত চলে এই মিছিল।