২ সেপ্টেম্বর দুর্নীতির দায়ে সন্দীপ ঘোষ অ🦋র্থাৎ আরজি ক꧒রের প্রাক্তন প্রিন্সিপালকে গ্রেফতার করেছে সিবিআই। কেবল তিনি একা নন। তাঁর সঙ্গে আরও ৩ জন ধরা পড়েছেন সিবিআইয়ের জালে। এবার সেই বিষয়ে কী জানালেন শিলাজিৎ মজুমদার?
সন্দীপ ঘোষের গ্রেফতারির খবরে কী বললেন শিলাজিৎ?
সন্দীপ ঘোষ গ্রেফতার হতেই এদিন শিলাজিৎ মজুমদার সাংবাদিকদের জানান, 'উনি গ্রেফতার হয়েছেন ঠিকই কিন্তু আমার মনে হয় আমাদের আরও সতর্ক থাকা উচিত এবার। সন্দীপ ঘোষের মতো মানুষ যে আছেন, আর সেটা যে একদিনের চেস্টারি টিকে নেই, বরং অনেকদিনের চেষ্টায় এই জায়গায় এসে পৌঁছেছেন সেটা স্পষ্ট। এবার আমাদের তাই দেখা উচিত গোকুলে এমনভাব♍ে আর কারা কারা বাড়ছে। আর কারা প্রশ্রয় পেলে এমন সন্দীপ ঘোষ হতে পারে সেটা খুঁজে বের করা উচিত। প্রশাসন, যাঁরা অনুসন্ধান করছেন সবার এটা খুঁজে দেখা উচিত যে কারা প্রশ্রয় পেলে সন্দীপ ঘোষের মতো দানব হয়ে উঠতে পারে। এটা জরুরি বলে মনে করি আমি।'
প্রসঙ্গত কাল সন্দীপ ঘোষ একদিকে গ্রেফতার হন, আরেকদিকে লালবাজারের সামনে ধর্নায় বসেন জুনিয়র ডক্টররা। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান করছেন সেখানে। তাঁদের দাবি একটাই, সিপির পদত্যাগ। সেটা যতক্ষণ না আদায় হচ্ছে তাঁরা সেখান থেকে নড়বেন না যে সেটা স্পষ্ট করে দিয়েছেন। তাই ব্যারিকেডের একদিকে তাঁরা বসে আছেন দাবি নিয়ে। আরেক দিকꦚে মোতায়েন পুলিশ বাহিন𝔉ী।
সোমবার সন্দীপ ঘোষ ছবি তবে দেহরক্ষী আফসার আলি, ২ জন ভেন্ডার সুমো হাজরা এবং বিপ্লব সিংহকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই সন্দীপ ঘౠোষের রেজিস্ট্রেশন বাতিল করা♉র আর্জি জানিয়ে দিল্লিতে আবেদন করেছে আইএমএ রাজ্য শাখা।
আরও পড়ুন: 'বলবি অশৌচ...' 'বোন'-এর মৃত্যুর൩ প্রতিবাদ, এবার পুজোয় চাঁদা না দেওয়ার ঘোষণা শ্রুতির