দেখতে দেখতে এ🦄কমাত্র ছেলে ধী মজুমদার পা রাখল ২৮ বছরে। আর এই বিশেষ দিনে, ছেলেকে শুভেচ্ছা জানাতে পোস্ট করলেন বাবা শিলাজিৎ। তবে নিজের সন্তানের জন্মদিনের♎ মাঝেও, ভুললেন না আরজি করের নির্যাতিতা তরুণীর কথা।
শিলাজিৎ দুটো ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতে। যার মধ্যে একটিতে তিনি আর ধী, বর্তমান সময়েরই একটি ছবি। আর পরেরটি ছেলের ছোটবেলার। এই পোস্টের ক্যাপশনে গায়ক লিখলেন, ‘আঠাশ বছর আগের পয়লা সেপ্টেম্বর; রবিবার ছিল... বিকেল থেকে আমি কাঁকুরগাছির একটা নার্সিং হোমের উল্টো দিকের একটা টেল🌄িফোন বুথের বাইরের রোয়াকে বসে ছিলাম। আর তাকিয়েছিলাম অপারেশন থিয়েটারের লাল আলোটার দিকে। সন্ধ্যের পর তুই কাঁদলি। আর এখন দু হাজার চব্বিশে তুই বলছিস… উই ওয়ান্ট জাস্টিস!!’
আরও পড়ুন: উপরি আয়ের জন্য সইফ-অক্ষয়ের জুতোয় পা কার্তিকের, 🤡এমন কী করলেন যে 🦹মাসে আসবে ৪.৫ লাখ
‘তোর কথা ফুটছে। আই লাভ ইউ’, আরও🅺 লিখলেন শিলাজিৎ তাঁর পোস্টে। নেটনাগরিকরাও কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন গায়ক-পুত্রকে।
সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে চলেছেন শিলাজিৎ আরজি কর নির্যাতিতার বিচার চেয়ে। ২ সেপ্টেম্বর যাদবপুরের ৮বি স্ট্যান্ডে একটি শো করার কথাও রয়েছে বাঙালি শিল্পীদের, যার নাম রাখা হয়েছে, ‘GUN-এ Conc♐ert For Tilottoma’।
আরও পড়ুন: ‘কঠিন সময়ে বড্ড মিস কর﷽ছি তোমায়…’, বিয়ের স্ম🉐ৃতি ভাগ করে ঋতুপর্ণকে স্মরণ বিরসার
নিজের বহু পুরনো একটি গান, যা এই প্রতিবাদের সময় বেশ প্রাসঙ্গি🔯ক, তাও গিটা বাজিয়ে গেয়ে গেয়েছিলেন শিলাজিৎ-- ‘যদ𒈔ি ভাবো গিটারটা শুধু কাঁধে কাঁধে ঘুরে যাবে/ যদি ভাবো সব শুনে, সব বুঝে পাশ ফিরে শোবে/ ভুল করছ!! এই গিটারটা বন্দুক হয়ে যেতে পারে/ যদি ভয় দেখাও/ নীল আকাশটা লালে লাল হয়ে যেতে পারে/ যদি চোখ রাঙাও!’
আরও পড়ুন: ‘বাড়িতে টম অ্যান্ড জেরি দেখল🔯ে..’, রাহুল গান্ধীর বোধবুদ্ধি নিয়ে ট্রোল কঙ্গনা🅺র