আগ⛦ামীকাল মুক্তি পাচ্ছে হৃতিক রোশন আর সইফ আলি খানের ‘বিক্রম বেদা’। সিনেমা নিয়ে দর্শকদের উৎসাহ দেখার মতো। তবে তারই মাঝে সইফের বোন সোহা হঠ𒉰াৎ এ কী বলে বসলেন! নায়িকা দাবি করলেন দুই নায়ক কখনোই চান না একই ছবিতে একসঙ্গে কাজ করতে। তিনি নিজের ভাই আর হৃতিককেই ইঙ্গিত করেননি তো?
এর আগে করণ জোহর আর অক্ষয় কুমারের গলাতেও অনেকবার এই কথা শোনা গিয়েছে। তাঁরাও জানিয়েছেন হিরোরা একসঙ্গে একটা ছবিতে কাজ করতে চান না, কারণ তাঁদের মধ্যে নিরাপত্তাহীনতা কাজ করে ওই বুঝি আরেকজন ভালো চরিত্র পেয়ে গেল। সোহাও কি এই কথাই মেনে নিলেন? তিনি বললেন ইন্ডাস্ট্রির দুজন নায়ক একসঙ্গে ছবিতে কাজ করতে চান না, তবে নাꦐয়িকারা কিন্তꦓু সেটা করে নেন।
সোহা আলি খান সম্প্র𓃲তি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমার এটা স্বীকার করতে কোনও সমস্যা নেই আমি এমন সেটেও কাজ করেছি যেখানে আমার কিছু মানুষকে ভালো লাগেনি। আমি তখন বই পড়ে সময় কাটাতাম। আমার সৌভাগ্য আমি এমন মানুষদের সঙ্গেও কাজ করেছি যাদের সঙ্গে দারুন জমেছে আমার, নারী-পুরুষ নির্বিশেষে। তাদের মধ্যে অনেকেই খুব উদার, কেউ হয়তো আবার কম উদার। কেউ খুব বুঝদার, এটা জানে সিনেমা বানানোটা একটা যৌথ উদ্যোগ, তাই নিজের কথা আগে ভাবে না।’
সোহা এরপর যোগ করেন﷽, ‘কখনও কখনও এরকমও হয় যে সমান গুরুত্ব দিয়ে কোনও স্ক্রিপ্ট আপনার সামনে প্রকাশ করা হল। আপনি রাজিও হয়ে গেলেন। এবার কাজের সময় বুঝতে পারলেন মোটেও তা সেভাবে হচ্ছে না। প্রত্🍷যেকেই নিজের প্রতিনিধিত্ব করতে চায়। নিজেকে গুরুত্ব দিতে চায়। আপনার ভিতরে থাকা সত্তা আপনাকে তখন প্রশ্ন করবেই যে আপনাকে আগে কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল!
কখনও কখনও আপনাকে সমতুল্য কাস্টে সমান কিছু দিয়ে উপস্থাপন করা হয় এবং তারপরে আপনি বুঝতে পারেন ꦗযে এটি সেভাবে বের হচ্ছে না এবং এর অবশ্যই এমন কেউ যে নিজেকে প্রতিনিধিত্ব করতে চায়, গুরুত্ব সহকারে নিতে চায়, আপনার ভিতরের কিছু আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার কি এবং আপনাকে কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যদি এটি প্রতিযোগিতামূলক বা অনিরাপদ হিসাবে আসে যদি আপনাকে ভালভাবে পরিচালনা করা হয় যদি আপনাকে প্রতিশ্রুতি দেওয়া হয় এবং বিতরণ করা হয় যদি প্রত্যেকের সাথে ন্যায্য আচরণ করা হয় তবে এটি কাজ করে। তবে কাজের জায়গায় যদি♑ সবাইকে সমান গুরুত্ব দেওয়া হয়, তোমাকে যেভাবে বলা হয়েছিল সেভাবেই যদি কাজটা করা হয়, ’